দেশে পঞ্চপাণ্ডবের বাইরেও ক্রিকেটার রয়েছে: সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 14:37:57

বিদায়ী বছরে সময়টা মোটেই ভালো কাটেনি বাংলাদেশের। কিন্তু নতুন বছরের শুরুতেই বাংলাদেশের ক্রিকেটের চিত্রনাট্য পাল্টে গেছে। সাকিব চান দুরন্ত এ জয়ের ধারাটা সারা বছর ধরে রাখতে। আজ শুক্রবার, ৭ জানুয়ারি একটি মোবাইল ফোন প্রস্তুতকারি প্রতিষ্ঠানের পণ্যদূত হয়ে এক অনুষ্ঠানে হাজির হয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন সাকিব আল হাসান।

চ্যালেঞ্জের মধ্যেই সারা বছর ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে সাকিব বলেন, ‘বছরের শুরুটা আসলে যেভাবে হলো, অবিশ্বাস্য। আমি খুবই আনন্দিত। দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ, সবাইকে কৃতিত্ব দিতে হয়, সবাই যেভাবে চেষ্টা করেছে। কারণ, যেহেতু আমাদের আগের বছরটি ভালো যায়নি। এ বছরটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যেহেতু শুরুটা ভালো হয়েছে, এত ভালো হয়েছে, আশা করি এবছর আমরা অনেক কিছু করতে পারব এবং আসলে সত্যি কথা বলতে, এত ভালো ক্রিকেট বাংলাদেশ কম সময়ই খেলতে পারে। তো প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকেই এই কৃতিত্ব দিতে হয় যে তারা এত চাপের মধ্যেও এতটা কঠিন কন্ডিশনে এত ভালো খেলতে পেরেছে।’

মাশরাফি বিন মর্তুজা আগে থেকেই খেলছেন না টেস্ট। মাহমুদউল্লাহ রিয়াদ লাল বলের ক্রিকেট থেকে নিয়েছেন অবসর। সাকিব আল হাসান রয়েছেন ছুটিতে। তামিম ইকবাল দর্শক হয়ে বসে আছেন হাতের ইনজুরি নিয়ে। পঞ্চপাণ্ডবের মধ্যে মাঠে ছিলেন কেবল মুশফিকুর রহিম। যদিও তিনি তেমন কোনো ঝলক দেখাতে পারেননি। তারপরও তারুণ্য নির্ভর দল নিয়ে ঘরের মাঠের অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে প্রমাণ হলো বাংলাদেশ দলে চার-পাঁচজনের বাইরে খেলোয়াড় রয়েছে। সাকিব এমনটাই মনে করছেন।

তরুণদের ওপর আস্থা রেখে সাকিব বলেন, ‘অবশ্যই এটা ভালোলাগার দিক যে, যারা আমরা সবসময়ই, বিশেষ করে আপনারা মিডিয়ায় যেটা মনে করেন যে আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, সেটা ভুল প্রমাণ হলো, আমার ধারণা। এবং তাদেরকে যদি এভাবে দায়িত্ব দেওয়া যায়, তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি মনে করি।’

টাইগারদের ঐতিহাসিক জয়ের মিশনে সাকিব ছিলেন না। তবে এ নিয়ে আক্ষেপ করছেন না সাকিব, ‘আমি বরং অনেক বেশি খুশি হয়েছি যে আমি ছাড়াও... শুধু আমি ছাড়া না, আমি থাকা না থাকা আমার কাছে বড় গুরুত্বপূর্ণ কিছু মনে হয় না। যেটা হয়েছে আমাদের দলটা খেলছে এবং কেমন ফলাফল করছে। সেদিক থেকে আমি খুবই খুশি, খুবই গর্বিত প্রতিটি খেলোয়াড়, প্রতিটা কোচিং স্টাফের ওপর।’

নিউজিল্যান্ডের মাটিতে জয় ধরা দিলেও দেশের ক্রিকেটের সমস্যা শেষ হয়ে যায়নি। তবে সাকিবের দৃষ্টিতে, এই জয় দেশের ক্রিকেটের অনেক কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।

দেশের ক্রিকেটের পরিবর্তন নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে সবকিছু পরিবর্তন হয়ে যায় না। তবে একটা টেস্ট ম্যাচ অনেক কিছু পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি করে। আমার কাছে মনে হয় সেই সম্ভাবনা তৈরি হলো। এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি, বিসিবি যদি সেই বিশ্বাসটা রাখতে পারে, ভবিষ্যতে আমার কাছে মনে হয়… এই টেস্ট চ্যাম্পিয়নশিপেই আমরা অনেক ভালো ফল করে দেখাতে পারব। আমাদের দলটা আরও ভালো ফল করে দেখাতে পারবে।’

এ সম্পর্কিত আরও খবর