বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় ফিরল জুনিয়র টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 19:17:58

২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে টাইগার যুবারা ফিরেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে। আজ তারা ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় পা রাখল মুদ্রার উল্টো পিঠ দেখে। গতবারের বিশ্বজয়ীরা এবার বৈশ্বিক এ ক্রিকেট আসর শেষ করেছে অষ্টম সেরা দল হিসেবে।

ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার ও দুবাইয়ে ট্রানজিট নিয়ে দেশে ফিরেছে জুনিয়র টাইগাররা। আজ রোববার, ৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ক্যাপ্টেন রাকিবুল হাসানের দল।

১৬ দলের এবারের বিশ্বকাপ থেকে নাস্তানাবুদ হয়ে ফিরেছে দেশের ক্রিকেটারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার মানে ইংল্যান্ডের কাছে। পরে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে কোনোমতে কোয়ার্টার ফাইনালে নাম লেখে বাংলাদেশ।

শেষ আটে থেকে ফের শুরু হয় ব্যর্থতার গল্প লেখা। নতুন চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরে লাল-সবুজের প্রতিনিধিদের ভেঙে যায় সেমি-ফাইনালে খেলার স্বপ্ন। পরে পঞ্চম ও সপ্তম স্থান বাছাই প্লে-অফে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে অষ্টম সেরা দলের তকমা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দেশের ছেলেদের।

এ সম্পর্কিত আরও খবর