শুরু হতে না হতেই বৃষ্টিতে থেমে গেল ম্যাচ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-21 16:16:03

টসের পরই এক পশলা বৃষ্টি হয়েছিল। তবে সে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আম্পায়ার এবং খেলোয়াড়রা যখন মাঠে নামেন, তখন ঠিক ঝকঝক না হলেও আকাশে ভালো রোদ ছিল। কিন্তু নিউজিল্যান্ড ইনিংস পঞ্চম ওভারে গড়াতেই বৃষ্টির প্রত্যাবর্তন।

মিরপুরের আকাশে ঘন কালো মেঘ আর ঝোড়ো বাতাস সঙ্গে নিয়ে আসা বৃষ্টিতে আপাতত থেমে গেছে খেলা। খেলা বন্ধ হওয়ার আগে ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান করেছে কিউইরা।

এর আগে বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখেই টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন এই সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। দীর্ঘ সময় পর এই ওয়ানডে দিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফর্ম হাতড়ে বেড়ানো ব্যাটার সৌম্য সরকার।

অবসর নাটক আর ছুটি-ইনজুরির বিরতি কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

এ সম্পর্কিত আরও খবর