বাংলাদেশ স্কোয়াডে রাখা হলো না জামাল ভূঁইয়াকে

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সময়টা ভালো কাটছে না আদৌ। প্রিমিয়ার লিগে নিয়মিত দলবদল মৌসুমে দল পাননি। পরে যাও ব্রাদার্স ইউনিয়নকে পেলেন দল হিসেবে, সে দলেও নিবন্ধন হয়নি তার। 

এবার বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডেও জায়গা হলো না তার। মালদ্বীপের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। তাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া জামাল ভূঁইয়ার নামই নেই!

বিজ্ঞাপন

এই স্কোয়াডে আরও নেই বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাও। তাদের অবশ্য এখন এএফসি চ্যালেঞ্জ লিগ চলছে ভুটানে। সে কারণেই তাদের এই স্কোয়াডে রাখা হয়নি।

তারা ম্যাচ খেলে বাংলাদেশে ফিরলে পূর্ণাঙ্গ দল দেওয়া হবে। ৩ নভেম্ভর বসুন্ধরা কিংস দেশে ফিরবে। তার আগে ১ নভেম্বর থেকে বাংলাদেশ অনুশীলন শুরু করবে।  

জামাল ভূঁইয়া না থাকায় বাংলাদেশ নতুন অধিনায়কত্ব পেতে যাচ্ছে, তা বলাই যায়। আগামী ১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে হবে দুই ম্যাচ।

১৬ জনের আংশিক স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল, মিরাজুল ইসলাম।