নেতৃত্ব পেয়ে গর্বিত শান্ত, প্রেরণা সাকিব-ধোনি

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-25 16:36:11

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ভাগ্যে জুটেছে ৮৬ রানের বিশাল হার। কাল মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ ম্যাচ এখন সিরিজ বাঁচানোর লড়াই। সে ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

এশিয়া কাপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। সে চোট থেকে সেরে উঠে এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন শান্ত। ফিরেই পেয়েছেন অধিনায়কত্ব। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আগে থেকেই বিশ্রামে, শেষ ওয়ানডের আগে বিশ্রামে গেছেন এই সিরিজের অধিনায়ক লিটন দাসও। নিয়মিত অধিনায়ক এবং সহ-অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্বে ভার উঠেছে শান্তর কাঁধে।

জাতীয় দলের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে গর্বিত শান্ত, ‘একজন ক্রিকেটার হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার। পরিবারের জন্যও অনেক গর্বের। বোর্ড আমাকে এই সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ্‌। মুখিয়ে আছি, উপভোগ করব ইনশাআল্লাহ।’

‘অধিনায়ক’ শান্তর অনুপ্রেরণা কারা, এই প্রশ্নের জবাবে দুজনের নাম উঠে এল শান্তর কথায়, ‘আমার সব সময়ের পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। যদি অধিনায়ক হিসেবে বলেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি আমরা। তাকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন বা উনার প্ল্যানিং বা প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুব উপভোগ করি।’

এ সম্পর্কিত আরও খবর