গায়ানাকে শিরোপা জিতিয়ে সমালোচকদের ধন্যবাদ দিলেন তাহির

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-25 18:31:18

সিপিএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর নিন্দুকদের থেকে উপহাসমূলক কথা শুনতে হয়েছিল ইমরান তাহিরকে। দলকে টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা জিতিয়ে সেই উপহাসের জবাব দিয়েছেন তাহির। নিন্দুকদের সমালোচনাকে নিয়েছেন অনুপ্রেরণা হিসেবে। দিয়েছেন ধন্যবাদ।

আগে কখনোই কোনো ফ্র্যাঞ্চাইজি আসরে নেতৃত্ব দিতে দেখা যায়নি ইমারন তাহিরকে। তাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স যখন তাকে অধিনায়ক করল; সবাই তখন টিপ্পনীই কেটেছিল। উপহাস করে কেউ কেউ বলেছিল তাহিরের নেতৃত্বে কত দূরই বা যাবে দলটি। টুর্নামেন্টের শিরোপা জিতে জবাবটা সবাইকে দিয়েছেন তাহির। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন রবীচন্দ্রন অশ্বিনকে। যে কিনা টুর্নামেন্ট শুরুর আগে তাকে সাহস দিয়েছিল; তোমরাই চ্যাম্পিয়ন হবে।

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৯ উইকেটে জিতে দলকে আসরের ষষ্ঠ শিরোপা জিতিয়েছেন তাহির। ম্যাচ শেষে জানিয়েছেন নিন্দুকদের সমালোচনাকেই অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছেন তাহির, ‘এই সুন্দর ফ্র্যাঞ্চাইজি ও সুন্দর মানুষদের হয়ে খেলার অভিজ্ঞতা দারুণ। তারা সবসময় আমাদের সমর্থন করেছে। প্রতিযোগিতার শুরুতে সবাই রসিকতা করছিল যে আমি অধিনায়ক হয়েছি। অবশ্য এই জিনিসগুলি আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি সেই ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই যারা এটি বলেছিল।’

এরপর অশ্বিনকে ধন্যবাদ জানিয়ে তাহির বলেন, ‘আমি অশ্বিনকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিযোগিতার আগে তিনি বলেছিলেন যে আমরা এটি করতে পারব।’

শিরোপা জয় নিয়ে তাহির বলেন, ‘আমরা প্রথম কোয়ালিফায়ার হেরেছি। এরপর জিতে ফাইনালে পা রেখেছি। কাজেই দলের বিশ্বাস ছিল। যদিও ফলাফল কখনই নিশ্চিত নয়। তবে আমরা যেভাবে প্রতিযোগিতায় ফিরে এসেছি এটা নিয়ে ফাইনালের আগে আমারা কথা বলেছিলাম - ‘আমরা প্রতিযোগিতায় সেরা দল হয়েছি, কেউ আমাদের আটকাতে পারবে না যদি আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি।’

এ সম্পর্কিত আরও খবর