ফিরেই ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন শান্ত

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-26 16:31:39

‘পার্পল প্যাচ’ বলতে যা বুঝায়, নাজমুল হোসেন শান্তর সেটাই চলছে এখন। এশিয়া কাপে পিঠোপিঠি ৮৯ আর ১০৪ রানের দুই ইনিংসের পর চোটে পড়েছিলেন। সে চোট কাটিয়ে তিনি ফিরলেন, তাও আবার অধিনায়কত্ব নিয়ে। সেটা তার জন্য চাপের নয় আদৌ, তা তিনি সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন গতকাল।

ম্যাচে তা প্রমাণই করছেন রীতিমতো। ফিরেই করেছেন ফিফটি। তাতে গড়ে ফেলেছেন এক রেকর্ডও। দলের হয়ে অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের ২৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন শান্ত।

১৯৯৮ সালে ভারতের মোহালিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক আমিনুল ইসলাম বুলবুলের। সে ম্যাচে তিনি করেন ৭০ রান। এরপর থেকে ২৫ বছর পেরিয়ে গেলেও অধিনায়কত্বের অভিষেকে এই রেকর্ডটা ভাঙতে পারেননি কেউই।

সে সুযোগটা লুফে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইতোমধ্যেই তিনি করে ফেলেছেন ৭১ রান। তাতেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি।
তবে তিনি বাদে ওপাশে দলের কেউই অবশ্য কোনো প্রতিরোধই গড়তে পারছেন না। নিয়মিত বিরতিতেই উইকেট খোয়াচ্ছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৬ উইকেট খুইয়ে বাংলাদেশ তুলেছে ১৫৬ রান।

এ সম্পর্কিত আরও খবর