শুধু পাঁচ ম্যাচ খেলতে পারব, এটা কখনো বলিনি: তামিম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-28 08:51:11

বহুল প্রতীক্ষিত ভিডিও বার্তা প্রকাশ করলেন তামিম ইকবাল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন এই ওপেনার। সেখানে বিশ্বকাপে শুধু পাঁচ ম্যাচ খেলতে পারবেন, টিম ম্যানেজমেন্টকে এমন কথা জানানোর বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনেক নাটকের পর বিশ্বকাপের সর্বশেষ দল হিসেবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সদ্য ছুটি-চোটের বিরতি থেকে ফিরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরা তামিম ইকবালকে বিশ্বকাপের সে দলে রাখা হয়নি।

দল ঘোষণার আগেই তামিমের বাদ পড়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তামিমের বাদ পড়ার জন্য কেউ কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে, কেউবা অধিনায়ক সাকিব আল হাসানকে দোষারোপ করেন। বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া সব গুজবের জবাব দিতে এবং আসল সত্যটা জানাতে বুধবার বিকেলে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ত্যাগের পর একটি ভিডিও বার্তা প্রকাশের ঘোষণা দেন তামিম।

ভিডিও বার্তার শুরুতেই বিশ্বকাপে শুধু পাঁচ ম্যাচ খেলার শর্ত জুড়ে দেয়ার কথা অস্বীকার করেন তামিম, 'আমি কোনো সময় কাউকে এটা বলিনি যে, (বিশ্বকাপে) ৫টা ম্যাচের বেশি খেলতে পারব না। এটা একটা মিথ্যা কথা, ভুল কথা।'

এ সম্পর্কিত আরও খবর