আশরাফুলের চোখে সাকিব-তামিমের চেয়েও বড় সুপারস্টার নান্নু

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-29 16:19:25

ভারত বিশ্বকাপের ১৫ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি ওপেনার তামিম ইকবালের। যা নিয়ে গত কদিন ধরেই হচ্ছে সমালোচনা। যদিও তামিমের বাদ পড়া নিয়ে এখন পর্যন্ত কোনো সমর্থককেই দেখা যায়নি আন্দোলন করতে। বিষয়টা দেখে কিছুটা হতাশই হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেই সঙ্গে এও জানিয়েছেন সাকিব-তামিমের চেয়েও বাংলাদেশে বড় সুপারস্টার মিনহাজুল আবেদীন নান্নু।

বিশ্বকাপের আগে বাংলাদেশে তারকা ক্রিকেটারদের এমন ছিটকে যাওয়া যে নতুন কিছু নয় সেই ইতিহাস টেনে আশরাফুল বলেন, ‘আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন। তামিমের মতো এমন হয়েছে আগেও। ২০১১ বিশ্বকাপে দুই তিনটা ম্যাচের পরে মাশরাফি খেলতে পারত। কিন্তু তখন তাকে নির্বাচকরা দলে রাখেনি। ২০১৯ বিশ্বকাপে তাসকিন খেলতে পারত। যেহেতু লম্বা টুর্নামেন্ট প্রথম দুই তিনটা ম্যাচ পর সেও খেলতে পারত। কিন্তু তাকে রাখা হয়নি। এবারও একই কাজ হয়েছে যা দুঃখজনক।’

দল থেকে বাদ পড়ার পর ভিডিও বার্তায় তামিম বলেছিল তিনি সুস্থ আছেন। পাঁচ ম্যাচ খেলবেন না এমন কথাও কাউকে বলেননি। তার এমন কথার পরও তার জন্য কোনো সমর্থককে রাস্তায় না দেখে অবাক হয়েছেন আশরাফুল। সেই সঙ্গে জানিয়েছেন তার চোখে সাকিব-তামিমের চেয়েও বড় সুপারস্টার নান্নু।

আশরাফুল বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের একেবারে শুরুর দিক অর্থাৎ ১৯৯৭ এর আইসিসি ট্রফি জয়ের সময় থেকেই আমি ক্রিকেট খেলি এবং বুঝি। এই সময়ে বাংলাদেশে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি বা মাহমুদউল্লাদের মতো অনেক সুপারস্টার এসেছে। তবে আমার কাছে সবচেয়ে বড় সুপারস্টার নান্নু। আমার মনে হয় বাংলাদেশের একমাত্র সুপারস্টার উনি।’

তিনি আরও বলেন, ‘১৯৯৯ বিশ্বকাপে উনি যেভাবে দলে ঢুকেছিলেন, যদি উনার মতো সুপারস্টার তামিম হতো; তবে আমার মনে হয়, তামিমের ওই ভিডিও বার্তার পর সবার রাস্তায় আসা উচিত ছিল। সাংবাদিকদের আরও বেশি এগিয়ে আসা উচিত ছিল। যেহেতু সে বলছে সে ফিট। একইসঙ্গে যাদের ওপেনার হিসেবে নেওয়া হয়েছে তারাও ছন্দে নেই। একারণেই আমার মনে হয় বাংলাদেশের একমাত্র সুপারস্টার নান্নু ভাই। যেহেতু আমি ৯৭ থেকে ক্রিকেট ফলো করছি দেখেছি যে উনার মতো এতো সমর্থন আর কোনো ক্রিকেটার পাননি। আরেক জনের কথা বলব হাবিবুর বাশার সুমন ভাই। উনিও সুপারস্টার।’

এ সম্পর্কিত আরও খবর