প্রোটিয়াদের মোকাবিলায় প্রস্তুত ইংলিশরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-21 13:41:40

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে এবারের আসরে সাদামাটা সময় কাটাচ্ছে তারা। তিন ম্যাচে জয় কেবল একটিতে। আগের আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা। এবার তাদের কাছে পাত্তাই পায়নি বাটলার-রুটরা। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয়ে অবশ্য ভালোভাবেই ফিরেছিল ইংলিশরা। তবে তবে তৃতীয় ম্যাচে সাক্ষী হল এক অঘটনের। ২০১৯ সালে যেবার ইংল্যান্ড তাদের প্রথম শিরোপা জেতে, সেখানে আফগানরা ছিল জয়শুন্য। তাদের বিপক্ষেই এবার হারল ইংলিশরা। সেমিতে যাবার পথ এখান থেকে মোটেও সহজ না বাটলারের দলের। সামনের ম্যাচগুলোর বেশিরভাগই বড় দলগুলোর বিপক্ষে। আজকের ম্যাচটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

অন্যদিকে অন্যদিকে বিশ্বকাপে প্রোটিয়াদের শুরুটা হয়েছে নজরকাড়া। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের দিনে দলটি করেছিল বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪২৮ রান। পরের ম্যাচে তাদের কাছে পাত্তাই পায়নি বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। তবে নিজেদের তৃতীয় ম্যাচে প্রোটিয়ারাও খেয়েছে বড় ধাক্কা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়ে অঘটন ঘটিয়েছিল ডাচরা। সেটিই  আরেকবার ঘটল একদিনের ক্রিকেটের বিশ্বকাপে। আত্মবিশ্বাস পুরোটাই ফেরাতে আরও একবার নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টেম্বা বাভুমার দল।

মুম্বাইয়ে আজ (শনিবার) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে নামবে দল দুটি। 

 

 

এ সম্পর্কিত আরও খবর