টসে জিতে ফিল্ডিংয়ে ইংলিশরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-21 14:12:32

সাদা বলের দুই ফরম্যাটেই বর্তমান চ্যাম্পিয়ন। তারকা ভরা দল। তবে সব কিছু ছাপিয়ে ইংল্যান্ড নেই তাদের আসল পরিচয়ে। তিন ম্যাচের কেবল একটিতে জয়। তৃতীয় ম্যাচে আফগানদের কাছে বাজেভাবে হেরেছে তারা। এমন অঘটনের পর শক্তভাবে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প কিছু নেই বাটলার-রুটদের। অন্যদিকে আরেক অঘটনের শিকার দক্ষিণ আফ্রিকাও। যদিও তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ম্যাচ জয়ের তৃতীয় ম্যাচে সেই ডাচদের কাছেই হারলো তারা, যাদের বিপক্ষে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হেরেছিল টেম্বা বাভুমার দল। এই দুই দল আজ মাঠে নামছে নিজেদের চতুর্থ ম্যাচে।

মুম্বাইতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। অসুস্থতার কারণে এদিন একাদশে নেই প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম এবং দলে ফিরেছেন রেজা হেন্ড্রিক্স। ইংল্যান্ড দলে এসেছে তিন পরিবর্তন। প্রথম তিন ম্যাচের পর একাদশে ফিরলেন বেন স্টোকস। এছাড়াও দলে ফিরেছেন গাস অ্যাটকিনসন ও ডেভিড উইলি।  

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), রেজা হেন্ড্রিক্স, কুইন্টন ডি কক, রাসসি ফন ডার ডুসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কুটসিয়া, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), বেন স্টোকস, ডেভিড উইলি, রিচ টপলি, গাস অ্যাটকিনসন, মার্ক উড, আদিল রশিদ।

এ সম্পর্কিত আরও খবর