শাদাব-শাকিলের জুটিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

ক্রিকেট, খেলা

Apon tariq | 2023-10-27 17:42:21

নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথম পাওয়ারপ্লেতেই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। মাঝে রিজওয়ান আহমেদ কিছুটা আশা দেখালেও ইনিংস করতে পারেননি লম্বা। তবে সময় গড়ালে পিচে থিতু হন অধিনায়ক বাবর আজম। তবে ব্যক্তিগত ফিফটি পূরণের পর ফেরেন তিনি। এরপর ইফতিখার আহমেদও টিকেননি বেশিক্ষণ। তবে ষষ্ঠ উইকেটে শাদাব-শাকিলের সময় উপযোগী জুটিতে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে পাকিস্তান।

চেন্নাইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে শুরুটা হয়নি যথার্থ। দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে দলটি। দলীয় ২০ রানের মাথায় মার্কো ইয়ানসেনের বলে বড় শট খেলতে গিয়ে লুঙ্গি এঙ্গিদির হাতে ধরা পড়েন আবদুল্লাহ শফিক (৯)। নিজের পরের ওভারেই আরেক ওপেনার ইমাম-উল-হককেও (১২) ফেরান ইয়ানসেন।

দলীয় ৩৮ রানের ২ উইকেট হারানোর পর উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান আহমেদ নিয়ে দেখেশুনে খেলতে থাকেন অধিনায়ক বাবর। রানও আসছিল দ্রুত। তবে এবার সেখানে বাধা দেন জেরাল্ড কুটসিয়া। দলীয় ৮৬ রানের মাথায় ফেরান উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানকে (৩১)। 

তবে উইকেট বাঁচিয়ে এগোতে থাকেন বাবর। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইফতিখার (২১)। দলীয় ১২৯ রানের মাথায় ফেরেন তাবব্রিজ শামসির বলে। ফিফটি তুলে নিয়ে শামসির পরের ওভারে ফেরেন বাবরও। স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ১৪১ রান। শঙ্কা জাগে অল্পেই গুটিয়ে যাবে দল। তবে সৌদ শাকিলকে নিয়ে এবারের চাপ সামাল দেন শাদাব।  

এ সম্পর্কিত আরও খবর