বিলম্বে শুরু হলো সুপার ক্লাসিকো, গোলশূন্য প্রথমার্ধ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-22 08:19:47

নিজেদের সেই চিরচেনা জাতেই শুরু হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। শুরু থেকেই দেখা মিলল আগ্রাসন-পাল্টা আগ্রাসনের মেলার। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। তবে ম্যাচ শুরুর মুহুরতেই গ্যালারিতে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। যার সূত্র ধরেই ম্যাচ শুরু হয় প্রায় আধা ঘণ্টা পরে।

ম্যাচ শুরুর আগেই সুপার ক্লাসিকোর উত্তাপ যেনো ছড়িয়ে পড়ল গ্যালারিতেই। সমর্থকদের মধ্যে শুরু হয় দাঙ্গা।

ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোর ধারাভাষ্যের বরাতে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দেওয়ায় শুরু হয় এই ঝামেলার। আর্জেন্টিনা দল এবং ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োস দর্শকদের শান্ত করার চেষ্টা করছিলেন। এর কিচ্ছুক্ষণ পর মেসিসহ আর্জেন্টিনা দলের বাকি ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যান।

গ্যালারির এক অংশে লাঠিপেটা করতে দেখা যায় পুলিশদের। পরিস্থিতি কিছুটা সামলে এলে আনুমানিক সাতটার দিকে শুরু হয় খেলা।

প্রথম দিক থেকেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন দুই দলের ফুটবলাররা। তবে উভয় দলই নিজের রক্ষণভাগ রাখে বাড়তি সতর্কে। খেলার ৩৩ মিনিটের মধ্যেই তিন ব্রাজিলিয়ান দেখেন হলুদ কার্ড।

এ সম্পর্কিত আরও খবর