থেমেছে বৃষ্টি, ম্যাচ কমে এলো ৩০ ওভারে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-17 10:35:57

ডানেডিনে থেমেছে তৃতীয় দফার বৃষ্টি। ওয়ার্ম-আপ করছেন শান্ত-মিরাজরা। বাংলাদেশ সময় ৯টা ১৫ মিনিটে শুরুর হবে খেলা।

এর আগে দুই দফার বৃষ্টিতে প্রথমে ৪৬ ওভার এবং পরে ম্যাচ কমেছিল ৪০ ওভারে। এবার কমলো আরও ১০ ওভার। 

ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে পরক্ষণেই বাগড়া দেয় বৃষ্টি।

ঘণ্টা পেরিয়ে শুরু হয় ম্যাচ। সেখানে শরিফুলের পেস তোপে পেস তোপে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। যদিও ইনিংসের প্রথম বলটি চার মেরে শুরু করেছিল কিউইরা। তবে জবাব দিতে খুব একটা সময় নেননি শরিফুল। ইনিংসের চতুর্থ বলেই ফেরান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা রাচিন রবীন্দ্রকে (০)। হালকা এক ইন সুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

সেখানেই থামেননি শরিফুল। ওভারের শেষ বলে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। রানের খাতা না খুলেই ফেরেন হেনরি নিকোলসও। তবে আরেক ওপেনার ইয়াংকে নিয়ে শুরুর সেই চাপে সামলে বেশ ভালোভাবেই এগোতে থাকেন অধিনায়ক টম ল্যাথাম। সময় গড়ালে এগোচ্ছেন থিতু হওয়ার পথে। ১০৯ বলে জুটি পেরোয় শতরানে।

৫৮ বলে ফিফটি তুলে নেন ল্যাথাম। একইসঙ্গে পৌঁছে যান চার হাজারি ক্লাবে। অন্যদিকে ৪১ রানে ব্যাট করছেন ইয়াং।

এ সম্পর্কিত আরও খবর