তাসকিনের বলে আহত তামিম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-09 15:38:46

ইনজুরি-চোট-আঘাত এই শব্দগুলো যেনো তামিম ইকবালের নামের সাথে বেশ ভালোই যুক্ত হয়ে গেছে৷ তিন মাসের বেশি সময় পর শুরু করেছিলেন প্র‍্যাকটিস। দুইদিন ব্যাটিং করার পর আবারও চোট।

মঙ্গলবার মিরপুরের ইনডোরের নেটে তাসকিনের বল মোকাবেলা করতে গিয়ে চোট পেয়েছেন বাঁ হাতের আঙুলে। এর পর টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন ফরচুন বরিশালের অধিনায়ক।

তাসকিনের হঠাৎ লাফিয়ে ওঠা বলে আঘাত পান আঙুলে। এরপর আবারও প্রস্তুতি নিচ্ছিলেন ব্যাটিংয়ের। কিন্তু কোনো বল আর খেলার মতো অবস্থা ছিলো না। এরপর মাঠ ছাড়েন।

দশ পরেই শুরু হবে বিপিএল। তার আগে তামিমের নতুন করে চোট এবং ব্যান্ডেজ। শঙ্কা জাগানোই স্বাভাবিক। তবে জানা গেছে তামিমের এই আঘাত সিরিয়াস কিছু না।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম৷ খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তামিমের এসাইনমেন্ট।

এ সম্পর্কিত আরও খবর