‘যা ইচ্ছে ডাকেন, সমস্যা নাই’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-09 17:01:58

ক’দিন আগেও সাকিব আল হাসান শুধু ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। কেউ কেউ ব্যবসায়ী বা মডেল বলেও ফোঁড়ন কাটতে পারেন তার ব্যবসা বিজ্ঞাপনী কাজে যুক্ত থাকার কারণে। তবে সে দুই পরিচয় কখনোই তার ক্রিকেটার হিসেবে পরিচিতিকে ছাপিয়ে যেতে পারেনি। তবে গত ৭ জানুয়ারি নতুন আরেকটা পরিচয়ে পরিচিত হয়েছেন তিনি। সাকিব এখন মাগুরা-১ আসনের সংসদ সদস্যও।

রংপুর রাইডার্সের অনুশীলনের প্রথম দিনে তাই সংবাদমাধ্যমের সঙ্গে মুখোমুখি হতেই সাকিবকে প্রশ্নের মুখোমুখি হতে হয় যে এখন কোন পরিচয় স্বাচ্ছন্দ্যবোধ করেন সাকিব। রংপুর অধিনায়কের অকপট জবাব, ‘যা ইচ্ছে ডাকেন, সমস্যা নাই।’

৭ জানুয়ারি নির্বাচনের পরদিনই নিজের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম এবং ট্রেনার-চিকিৎসকসহ মিরপুরে অনুশীলনে হাজির হন সাকিব। নির্বাচন শেষ হতেই এক মুহূর্ত বিরতি না নিয়ে অনুশীলনে ফেরার প্রসঙ্গে সাকিবের ভাষ্য, ‘বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি লাগবে। প্রায় আড়াই মাসের মতো মাঠের বাইরে, কোনো ফিটনেসের কাজ করিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবে রেডি হওয়ার জন্য তো সময় লাগবে। সে কারণেই সময় নষ্ট করতে চাইনি।’

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএল। সেখানে রংপুর রাইডার্সের নেতৃত্ব দেবেন সাকিব। তাই দলের অনুশীলনে শুরু থেকে থাকতেই তড়িঘড়ি ফিরেছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে রংপুর রাইডার্সের ক্যাম্প। সকাল ১১টায় শুরু হয় দলের অনুশীলন, ১২টা ৪০ মিনিটে অনুশীলনে যোগ দেন সাকিব।

রংপুর রাইডার্সকে নিয়ে বিপিএলে কতদূর যেতে চান সাকিব, ‘রংপুর রাইডার্স প্রত্যেক বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গঠন করে। এবারও তাদের সেটাই লক্ষ্য থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর