‘মাগুরার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব’, শপথ নিয়ে সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-10 16:32:44

সাকিবের শপথ গ্রহণের ছবিটা আপনি এর আগে কখনোই দেখেননি। প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। ১০ জানুয়ারি ২০২৩, নিঃসন্দেহে সাকিবের জীবনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করার দিন। বলা যায় এটি ইন্টারন্যাশনাল ক্যাপ পাওয়ার আনন্দের মতোই এক অনুভূতি।

ইন্টারন্যাশনাল ক্যাপ দিয়ে শুরু হয়েছিলো সাকিবের অন্যরকম এক পথ চলার, তেমনি হলো শপথ গ্রহণের সঙ্গেও। দুটোতেই দায়িত্বের জায়গায় আছে অনেক মিল। তবে এবারেরটা নিশ্চয়ই অনেক বেশি চাপ, প্রত্যাশা ও দায়িত্বের।

এর আগে গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মাগুরা-০১ আসন থেকে এক লাখ আশি হাজার ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। বুধবার সকালে শপথ নিতে আসা অন্যান্য সংসদ সদস্যদের সাথে সাকিবের হাসিমুখের ছবিগুলোই বলে দেয় কতটা উচ্ছ্বসিত টাইগার ক্যাপ্টেন।

গণমাধ্যমের সামনে এসে তিনি বলেন, "ব্যাপারটা (সংসদ সদস্য হওয়া) নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।"

এদিন সাকিবের সাথে একই ফ্রেমে দেখা গেছে টাইগাদের সাবেক কাপ্তান মাশরাফি বিন মোর্তজাকেও৷ নড়াইল-২ আসন থেকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেস। আগের বারের মতো এবারও জিতেছেন বিপুল ব্যবধানে। গেলো পাঁচ বছরে সুনামও অর্জন করেছেন বেশ৷ সেই ধারাবাহিকতা ধরে রাখতেই ম্যাশের দ্বিতীয় শুরু।

এ সম্পর্কিত আরও খবর