‘বাংলাদেশ’ বানান ভুল দেখে খেপলেন ইমরুল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-10 16:11:37

জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েসের অ্যারাইভাল কার্ডে বাংলাদেশের নামের বানান ভুল হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তাকে। সেজন্য আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে এক লম্বা পোস্ট দিয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন এই ওপেনিং ব্যাটার।

ইমরুলের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, হংকং থেকে দেশের ফেরার সময় তার অ্যারাইভাল কার্ডে ইংরেজিতে বাংলাদেশের নামের ভুল বানান চোখে পড়ে তার। মুদ্রণের ভুলটি তিনি বুঝতে পারলেও তার সঙ্গে থাকা বিদেশি বন্ধুরা এটা নিয়ে হাসাহাসি করলে বিষয়টি গায়ে লাগে তার।

তাই ফেসবুকে অ্যারাইভাল কার্ডের মুদ্রণের সঙ্গে সংশ্লিষ্টদের এক হাত নিয়ে করা পোস্টে ইমরুল লিখেছেন, ‘আমার কাছে প্রশ্ন হল যারা এই দায়িত্বে আছেন বা অথরিটিতে আছেন তারা কি একটিবারের জন্য এটা দেখেন নাই এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপ ভাবে ওরা চিন্তা করে।’

কমেন্টবক্সে অনেক ফেসবুক ব্যবহারকারী ইমরুলের সঙ্গে সহমত পোষণ করেন। কোনো কোনো ভুক্তভোগী নিজেদের গুরুত্বপূর্ণ কাগজপত্রে কর্তৃপক্ষের অবহেলাজনিত বানান ভুলের প্রমাণও পেশ করেন।

এ সম্পর্কিত আরও খবর