আবার কবে জাতীয় দলে খেলবেন ওয়ার্নার, জানালেন প্রধান নির্বাচক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-10 17:11:40

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি আশা করছেন, ডেভিড ওয়ার্নারকে ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেখা যাবে।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও জুনে ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ইচ্ছুক ওয়ার্নার। এমনকি আগামী ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন অজি এই ব্যাটার।

বেইলি বলেন, ‘সে (ওয়ার্নার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলবে এবং নিউজিল্যান্ড সিরিজেও তাকে দেখা যাবে।‘

ওয়ার্নার এর আগে পিএসএলে খেলার জন্য ২০২২ সালে অস্ট্রেলিয়া দলের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ এড়িয়ে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড গত মাসে বলেছিলেন যে, অস্ট্রেলিয়ার নির্বাচকদের তাদের খেলোয়াড়দের সাথে আরও নমনীয় হতে হবে। এতে তারা জাতীয় দলের হয়ে খেলতে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে।

ম্যাকডোনাল্ড বলেছেন, ‘এটি আরও কঠিন হয়ে উঠেছে। আমি মনে করি খেলোয়াড়দের ইচ্ছার ব্যাপারটি বিভিন্ন ক্ষেত্রের সাথে সম্পর্কিত। আমি মনে করি, প্রতিটি ঘটনাই পৃথকভাবে বিবেচনা করা উচিত।‘

এ সম্পর্কিত আরও খবর