মাহমুদউল্লাহ-সৌম্যকে প্রশংসায় ভাসালেন বিসিবি নির্বাচক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-11 11:25:55

ব্যাট হাতে বরাবরের মতো চলতি বিপিএল আসরেও নিজের সর্বোচ্চটাই করে দেখাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল (শনিবার) দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭৩ রানের ‘দুর্দান্ত’ এক ইনিংস খেলেছেন তিনি। এছাড়াও তাকে সঙ্গ দেওয়া সৌম্য সরকারও এদিন ৭৫ রানের ঝোড়ো ব্যাটিং দেখিয়েছেন। তাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিসিবির নির্বাচক ও সাবেক টাইগার স্পিনার আবদুর রাজ্জাক।

বয়সের ভার আর ফিটনেসকে বুড়ো আঙুল দেখিয়ে ও সবাইকে ভুল প্রমাণ করে মাহমুদউল্লাহ নজর কাড়ছেন সকলের। তরুণ অনেক ব্যাটারের থেকেও তার পারফরম্যান্স চলতি আসরে ভালো। এই ধারা অব্যাহত রাখতে পারবেন এমনটাই আশা করেন তিনি।

অনেকদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটে সৌম্যও তার ফর্ম ফিরে পেয়েছে। তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রাজ্জাক নিজের ভেরিভাইড ফেসবুক পেজের পোস্টে লিখেছেন, 'দেখতে খুব সুন্দর লাগছে যে স্থানীয় খেলোয়াড়রা বলার মত ইনিংস খেলতে শুরু করেছে। দুর্দান্ত ইনিংস খেলেছেন রিয়াদ ও সৌম্য।'

মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবি পরিচালক আকরাম খানও, ‘রিয়াদ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে খেলে আসছে, তারা অটোমেটিক চয়েজ।‘

টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহর ফেরা নিয়েও আশাবাদী তিনি, ‘এটা নির্ভর করছে সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন ওদের ওপর। ওরা কি ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কি ধরনের খেলোয়াড় ওদের দরকার এটাও ওদের ব্যাপার। কিন্তু রিয়াদ ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই। ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে।’

এ সম্পর্কিত আরও খবর