স্বল্প পুঁজিতেও ৩১ রানের লিড প্রোটিয়াদের 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-14 12:33:43

হ্যামিলটন টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের বোলিং নৈপুণ্যে ৬ উইকেটে ২২০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। শুরুর দিনে রাচিন রবীন্দ্রর স্পিন ঘূর্ণির পর দ্বিতীয় দিনের (বুধবার) প্রথম সেশনেই পেস তোপে মাতেন উইলিয়াম ও’রুর্ক। এতে এদিন কেবল ২২ রান যোগ করে সফরকারীরা।

তবে ব্যাটিংয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকেও স্বস্তি দেয়নি নেইল ব্রান্ডের দল। টম ল্যাথাম ও কেন উইলিয়ামসনে চড়ে শুরুটা ভালো হলেও মাঝে প্রোটিয়া অফ ব্রেক স্পিনার ডেন পিটের ঘূর্ণিতে ধরাশায়ী কিউই টপ-অর্ডার। পিটের ফাইফারের দিনে স্বাগতিকরা থেমেছে ২১১ রানে। এতে ৩১ রানে এগিয়ে প্রোটিয়ারা। কিউইদের শেষ উইকেটের পতন দিনেই ঘোষণা হয় দ্বিতীয় দিনের খেলা শেষের। 

পিটের পাঁচ উইকেট বাদে তিন উইকেট নেন ডেন পিটারসন। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন উইলিয়ামসন। 

এর আগে টসে জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রুয়ান দু সুয়াতের ৬৪ এবং ডেভিড বেডিংহ্যামের ৩৯ রানের ভরে ২৪২ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: 

প্রথম ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ২৪২ (৯৭.২ ওভার); (সুয়াত ৬৪, বেডিংহ্যাম ৩৯; ও’রুর্ক ৪/৫৯, রাচিন ৩/৩৩)

নিউজিল্যান্ড: ২১১ (৭৭.৩ ওভার); (উইলিয়ামসন ৪৩, ল্যাথাম ৪০; পিট ৫/৮৯, পিটারসন ৩/৩৯)

এ সম্পর্কিত আরও খবর