রাঁচিতে সিরিজ জিততে ভারতের চাই ১৯২ রান  

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-25 16:49:30

শুরুর ব্যাটিং ধস সামলে জো রুট ও ওলি রবিনসনে ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে ৩৫৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহে পৌঁছায় ইংল্যান্ড। পরে বোলিংয়েও নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের দখলে। ভারতকে ৩০৭ রানে আটকে ৪৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। সেখানে ইংলিশ ব্যাটারদের যেন ‘চোখে সর্ষে ফুল’ দেখাল ভারতীয় স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের পুরো ১০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। যেখানে ফাইফার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। 

দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে স্রেফ ১৪৫ রান। এতে রাঁচি টেস্ট জিততে ভারতের দরকার ১৯২ রান। 

নিজের দ্বিতীয় টেস্টে জুরেলের সেঞ্চুরি আক্ষেপের দিনটা পুরোদস্তুর স্পিনারদের। তৃতীয় দিনের এখন পর্যন্ত মোট ১৩টি উইকেটের ১২টিি স্পিনারদের ঝুলিতে। দলের কঠিন অবস্থায় জয়সওয়ালের ৭৩ রানের পর জুরেলের দুর্দান্ত ৯০ রানের ইনিংসে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩০৭ রানের সংগ্রহ পায় ভারত। সেখানে ফাইফার পান শোয়েব বশির এবং তিনটি নেন হার্টলি।  

এতে ৪৬ রানের লিড পাওয়া ইংল্যান্ডও দ্বিতীয় ইনিংসে ভুগল স্পিন জুজুতেই। প্রথম ইনিংসে ১১২ রানের মাথায় হারিয়েছিল ৫ উইকেট। এবার দ্বিতীয় ইনিংসে ১২০ রানের মাথায় নেই ৫ উইকেট। তবে বাকি ৫ উইকেট গেল চোখের পলকেই। ১২০ থেকে ১৪৫ রানে যেতেই নেই ইংল্যান্ডের বাকি অর্ধেক দল। অশ্বিনের ফাইফার বাদে কুলদীপ নেন চার উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩ (১০৪.৫ ওভার) ( জো রুট ১২২*, রবিনস্ন ৫৮; জাদেজা ৪/৬৭, আকাশ ৩/৮৩)।

ভারত ১ম ইনিংস: ৩০৭ (১০৩.২ ওভার) ( জুরেল ৯০, জয়সওয়াল ৭৩; শোয়েব বশির ৫/১১৯, হার্টলি ৩/৬৮)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৪৫ (৫৩.৫ ওভার) (ক্রলি ৬০, বেয়ারস্টো ৩০; অশ্বিন ৫/৫১, কুলদীপ ৪/২২)

এ সম্পর্কিত আরও খবর