ওয়েলিংটনে পেসারদের নৈপুণ্য ছাপিয়ে গ্রিনের সেঞ্চুরি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-29 12:17:01

টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল অস্ট্রেলিয়া। সেই পারফরম্যান্স ধরে রেখে আজ প্রথম টেস্টের শুরুটাও অজির দুই ওপেনার বেশ ভালোই করছিলেন। তবে কিছুক্ষণ পরেই ধ্বস নামে অজিদের ব্যাটিং লাইনআপে। ১৫০ রানের মধ্যে একে একে সাজঘরের পথ ধরেন টপ অর্ডারের ৫ জন ব্যাটার।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। কিউই পেসারদের বোলিং তাণ্ডবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি কেউই। ম্যাট হেনরি একাই শিকার করেছেন ৪টি উইকেট। তবে এদিন ব্যাট হাতে শক্তভাবে ঘাঁটি গেড়েছিলেন ক্যামেরুন গ্রিন।

বাকি সবার আসা যাওয়ার মাঝেও এদিন নিজের সেঞ্চুরিটি তুলে নিয়েছেন অজি এই অলরাউন্ডার। ১৫৫ বল মোকাবেলা করে ১৬টি বাউন্ডারির মাধ্যমে নিজের শতকটি পূর্ন করেছেন গ্রিন। দিনশেষে ১০৩ রানে অপরাজিত রয়েছেন তিনি। উইকেটের অপরপাশে তাকে সঙ্গ দিচ্ছেন অজি পেসার জশ হ্যাজেলউড, যিনি এখনও একটি বলও খেলেননি।

সংক্ষিপ্ত স্কোরঃ (১ম দিন শেষে)

অস্ট্রেলিয়াঃ ২৭৯/৯ (৮৫ ওভার); গ্রিণ ১০৩*, মার্শ ৪০; হেনরি ৪-৪৩

এ সম্পর্কিত আরও খবর