বিক্ষোভকারীদের রোষের মুখে মিরাজ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিপিএলের নবম আসরের প্রথম দিনেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা আজ সোমবার স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন। এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে দিয়েও বিক্ষোভ দেখান তারা।

ঘটনার সূত্রপাত রোববার থেকেই। বিসিবি দুপুর পর্যন্ত টিকিট বিক্রির সঠিক তথ্য বা বুথ সম্পর্কে কিছুই জানায়নি। ফলে অনেকেই সকালেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বুথে উপস্থিত হয়েছিলেন টিকিট কিনতে। তবে বুথ বন্ধ পেয়ে শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে বিক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামের ২ নম্বর গেট জোর করে খুলে স্টেডিয়াম চত্বরে ঢুকে পড়েন।  

বিজ্ঞাপন

পরিস্থিতি সামাল দিতে রোববার দুপুরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, টিকিট বুথে পাওয়া যাবে না। অনলাইনে এবং মধুমতি ব্যাংকের সাতটি নির্ধারিত শাখা থেকে টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয় সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত।  

তবে আজ সোমবার ব্যাংকগুলোর শাখায় টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলে। এতে টিম বাসগুলোও ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেনি। দুর্বার রাজশাহীর টিম বাসকে ৪ নম্বর গেট দিয়ে মাঠে ঢুকতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।  

বিজ্ঞাপন