টস নিয়ে দুর্ভাবনায় নেই কুমিল্লা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-01 10:08:58

দুই কোয়ালিফায়ার, আর মাঝের এলিমিনেটর, তিন ম্যাচেই একটা বিষয় ছিল ‘কমন’। টস জিতলে সব দলই নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এরপর প্রতিপক্ষকে নাগালের মধ্যে বেধে রেখে তা টপকে গেছে ঠান্ডা মাথায়।

তাই একটা প্রশ্নও চলে আসছে, ফাইনালে টসটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে না তো? এমনই এক প্রশ্ন ধেয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দিকে। জবাবে তিনি জানালেন, সেটা নিয়ামক হোক বা না হোক, তা নিয়ে দুর্ভাবনায় নেই তার দল।

বিপিএলে ঢাকার পর্বের শেষ কিস্তি শুরু হওয়ার পর থেকে ফাইনালের আগ পর্যন্ত হয়েছে ৫ ম্যাচ। তার একটিতেও আগে ব্যাট করা দল জিততে পারেনি। প্রতিটি ম্যাচেই টস জিতলে প্রত্যেকটা দল নিয়েছে বোলিং।

তবে সালাউদ্দিন সে নিয়ে মোটেও ভাবতে নারাজ। বললেন, ‘টস ভাগ্যটা কার কী হবে সেটা আপনি বলতে পারবেন না। আপনি ফাইনাল খেলতে আসছেন, আপনাকে দুইটার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন যদি আপনি চিন্তা করেন যে টসে হেরে গেলাম মানে ম্যাচ হেরে গেলাম, তেমন চিন্তা না থাকাই ভালো।’

এরপরই তিনি জানালেন, ফাইনালের চাপ থাকবে মাথায়। সেটা ভাবনায় রাখলে পরে ব্যাট করেও বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বেশ। সালাউদ্দিনের কথা, ‘আগে ব্যাট করলেও আপনার কিছু সুবিধা থাকবে, পরে ব্যাট করলেও থাকবে। কিছু অসুবিধাও থাকবে, যেহেতু এটা চাপের খেলা। আমার মনে হয়েছে উইকেটটা দুই সময়ই একই রকম থাকে। আপনাকে শুধু ভালো ক্রিকেট খেলতে হবে।’

টস নিয়ে কুমিল্লার দুর্ভাবনা কমে যাওয়ার আরও একটা কারণ, মুস্তাফিজের প্রত্যাবর্তন। ফাইনালের ঠিক আগে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন মুস্তাফিজ। মাথার চোট কাটিয়ে তার ফেরাটা কুমিল্লাকে উজ্জীবিত করবে আরও। সঙ্গে ডেথ ওভারে তার বোলিংটাও দলকে দেবে বাড়তি সুবিধা। সে কথা কোচ সালাউদ্দিন অকপটেই স্বীকার করে নিলেন।

বললেন, ‘মুস্তাফিজ থাকলে আমরা ভাবব আমাদের ডেথ বোলিংটা ভালো হবে। আগের ম্যাচে আমাদের কন্ডিশনের কারণে অন্যভাবে চিন্তা করতে হইসে। ফাইনালে অন্য ভাবে চিন্তা করব। সে স্ট্র্যাটেজিটা তো আমরা এখন বলব না!’

এ সম্পর্কিত আরও খবর