চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আতলেতিকো-বরুশিয়া

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-14 12:16:17

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে গতরাতে পিএসভির বিপক্ষে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। অপর ম্যাচে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান।

পিএসভির সঙ্গে ২-০ গোলের জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টারে নিজেদের জায়গা নিশ্চিত করল বরুশিয়া ডর্টমুন্ড। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে গোলকিপার ইয়ান অবলাকের দুর্দান্ত সেভ করার সুবাদে ৩-২ গোলের জয় পেয়েছে আতলেতিতো।

এক গোলে এগিয়ে থেকেই এদিন ঘরের মাঠে খেলতে নেমেছিল বরুশিয়া। ম্যাচের শুরুতেই (৩য় মিনিটে) দলের হয়ে ব্যবধান বাড়ান জাদন স্যানচো। ম্যাচে এরপর দীর্ঘ সময় গোলের দেখা পায়নি কোনো দলই। ৭৭তম মিনিটে ভিএআরে বাতিল হয় বরুশিয়ার দ্বিতীয় গোলটি। তবে ম্যাচের যোগ করা সময়ে (৯৫তম মিনিটে) দলের হয়ে গোল আদায় করেন ডর্টমুন্ড তারকা ফরোয়ার্ড মার্কো রিউস।

অপর ম্যাচে এগিয়ে থেকে শুরু করলেও ম্যাচ শেষে ফলাফল নিজেদের পক্ষে রাখতে পারেনি ইন্টার মিলান। ম্যাচের ৩৩তম মিনিটে ফেদেরিকো দিমার্কোর গোলে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার। তবে তার পরমুহুর্তেই আতলেতিকোর হয়ে ব্যবধান কমান ফ্রেঞ্চ উইংগার আতোয়া গ্রিজমান। ম্যাচের শেষ মুহুর্তে ৮৭তম মিনিটে দলের হয়ে সমতাসূচক গোলটি করে মেম্ফিস ডিপে।

নির্ধারিত সময় সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানেও গোলের দেখা পায়নি কোনো দল। শুরু হয় পেনাল্টি শ্যুটআউট। যেখানে আতলেতিকো গোলরক্ষক অবলাকের রুখে দেন ইন্টারের দুটি শট। ইন্টারের হয়ে শেষ শটটি ক্রসবারের অনেক উপর দিয়ে মারেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারও মার্তিনেজ। এতেই জয়ের দেখা পেয়ে যায় আতলেতিতো।

এ সম্পর্কিত আরও খবর