চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি রিয়াল-ম্যানসিটি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-15 19:09:45

২০২৩-২৪ চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হল সুইজারল্যান্ডের নিয়নে। টুর্নামেন্টের শেষ আটে কোন জায়ান্টের সঙ্গে কার দেখা হচ্ছে তা জানা গেল সেই ড্র অনুষ্ঠানে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির দ্বৈরথ। চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সফলতম দল এবং বর্তমান চ্যাম্পিয়নদের দেখা হচ্ছে শেষ আটে।

এছাড়া ১৪ বছর পর শেষ আটের দেখা পাওয়া আর্সেনালের সামনে রয়েছে ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

কাতালান ক্লাব বার্সেলোনা শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ‘সেই’ পিএসজিকে। ইউসিএলের মঞ্চে এই দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৪-১৫ মৌসুমে। সেখানে প্রথম লেগের ম্যাচে ৪-০ গোলে হারার পর দ্বিতীয় লেগে ৬-১ গোলের দুর্দান্ত জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছিল বার্সা। এবার কোন দল কেমন পারফরম্যান্স দেখায় সেটি দেখতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।

শেষ আটের অন্য ম্যাচে মুখোমুখি হবে আতেলতিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইন্টার নিলানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেয় দিয়েগো সিমিওনের আতলেতিকো। অন্যদিকে ডাচ ক্লাব পিএসভিকে টপকে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার শেষ আটের টিকিট কাটে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।

এ সম্পর্কিত আরও খবর