কীভাবে ম্যাচ হারতে হয় দেখাল ব্যাঙ্গালুরু

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-21 20:50:47

লক্ষ্যটা ২২৩ রানের। কলকাতা নাইট রাইডার্সের দেওয়া সেই লক্ষ্যটাও একটা সময় মামুলি মনে হচ্ছিল। শেষ ৫ ওভারে ম্যাচ জিততে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে করতে হতো ৪৯ রান। উইকেটে তখন ব্যাঙ্গালুর হয়ে দারুণ ছন্দে থাকা অভিজ্ঞ দীনেশ কার্তিক ও সুয়শ প্রভুদেসাই। দু’জনই মোটামুটি উইকেটে সেট হয়ে গেছেন। সেখান থেকে ম্যাচটা জেতা যেত সহজেই।

তবে সেই কাজটিই কঠিন করে ফেলে আরসিবি। মাঝের দুই ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন বরুণ চক্রবর্তী ও হার্শিত রানা। শেষ দুই ওভারে ম্যাচ জিততে ব্যাঙ্গালুরুকে করতে হবে ৩১ রান। ব্যাঙ্গালুরু তখন তাকিয়ে ডিকে ম্যাজিকের। সেই ম্যাজিক আর দেখা গেল না এদিন। বরং ম্যাজিক দেখালেন করণ শর্মা। মিচেল স্টার্কের শেষ ওভারে ২১ রানের পাহাড় টপকাতে নামলেন। প্রথম চার বলেই হাঁকালেন তিনটি জয়।

জয়ের জন্য শেষ দুই বলে মাত্র ৩ রান করতে হবে ব্যাঙ্গালুরুকে। এরপরও সেটি করতে পারেনি ব্যাঙ্গালুরু। শেষ দুই বলে হারিয়েছে দুই উইকেট। নাটকীয়ভাবে শেষ বলে ম্যাচ হরেছে ১ রানে। দেখিয়েছে কীভাবে ম্যাচ হারতে হয়। আর তাতে টুর্নামেন্টে টানা ষষ্ঠ হার বরণ করতে হলো ব্যাঙ্গালুরুকে।

এর আগে, এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন কলকাতার ওপেনার ফিল সল্ট। ১৪ বলে ৪৮ রান করে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান তিনি। আরেক ওপেনার সুনীল নারিন এদিন অবশ্য ছিলেন না রানে। ১৫ বলে মাত্র ১০ রান এসেছে তার ব্যাট থেকে। তবে দলকে বড় সংগ্রহের পথে রাখেন অধিনায়ক শ্রেয়াস। খেলেনে ৩৬ বলে ৫০ রানের ইনিংস। এরপর শেষদিকে রিংকু, রাসেল ও নামদীপ সিংরা তাণ্ডব চালালে ৬ উইকেটে স্কোরবোর্ডে ২২২ রানের শক্ত ভিত পায় কলকাতা।

জবাব দিতে নেমে ব্যাঙ্গালুরুর শুরুটা ভালো না হলেও পরে দলকে পথে ফেরান উইল জ্যাকস ও রজত পাতিদার। দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। তাতে ম্যাচটা নিজেদের দিকে হেলেও গিয়েছিল। তবে এই দু’জন ফিরলে হঠাৎই যেন খেই হারিয়ে ফেলে ব্যাঙ্গালুরু। মাঝে বেশি বল খেয়ে ফেলেন সুয়শ প্রভুদেসাই ও কার্তিক।

এরপরও শেষ চেষ্টা চালিয়েছিলেন করণ শর্মা। একা হাতে দলকে প্রায় জিতিয়েই ফেলেছিলেন। তবে ভাগ্য ভালো না হলে যা হয় আরকি। ম্যাচটা হাতের নাগালে এনে আউট হয়েছেন তিনি। হেরেছে তার দলও। নাম কিংবা জার্সি বদল কোনো কিছুতেই কাজ হলো না ব্যাঙ্গালুরুর। ৮ ম্যাচের ৭টিতেই হেরে অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। কার্যত দলটির আইপিএল যাত্রাটাও এখানেই শেষ হয়ে গেল।

এ সম্পর্কিত আরও খবর