প্রথমবারের মতো বিশ্বকাপে পাঁচ নতুন টাইগার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-05-14 15:18:55

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ঘোষণা করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড। যেখানে তাসকিনকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দলে আছেন প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া একের অধিক ক্রিকেটার।

নাজমুল হোসেন শান্তর অধীনে বেশ তারুণ্য নির্ভর দলই এবার যাচ্ছে বিশ্বকাপে। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়েছেন পাঁচজন তরুণ ক্রিকেটার। বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা তাদের জন্য যেমন আনন্দের, তেমন চ্যালেঞ্জেরও। নিজেদের সর্বোচ্চটা দিয়েই মাঠে খেলতে নামবেন তারা।

নতুনদের এই তালিকায় আছেন ওপেনার তানজিদ হাসান তামিম, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক, দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন এবং পেসার তানজিম হাসান সাকিব। এদের মধ্যে তানজিদ তামিম শেষ ওয়ানডে বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেলেছেন। তবে পেসার তানজিম সাকিব সুযোগ পেয়েছিলেন মাত্র দুই ম্যাচে খেলার। আর বাকি তিনজনের দেশের জার্সিতে এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।

এ সম্পর্কিত আরও খবর