তুরস্ককে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-23 11:53:26

চলতি উয়েফা ইউরোর গ্রুপপর্বে টানা দ্বিতীয় ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট প্রায় নিশ্চিতই করে রাখল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। শনিবার রাতে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে এফ-গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল তারা।

শক্তিমত্তা কিংবা দলীয় পারফরম্যান্স বিবেচনায় ঢের এগিয়েই ছিল পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই তাদের আধিপত্য বিস্তার চোখে পড়ে। ২১তম মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

তার কিছুক্ষণ পরেই আত্মঘাতী গোল হজম করে বসে তুরস্ক। দুই গোলের ব্যবধানে পিছিয়ে যেয়ে খেই হারায় তারা। অপরদিকে আক্রমণের ধার মজবুত রাখে পর্তুগিজরা।

ম্যাচের ৫৬তম মিনিটে তুরস্কের গোলরক্ষককে একা পেয়ে যায় রোনালদো এবং ব্রুনো। পর্তুগালের দাপুটে জয়ের রাতে একটি গোল পাবেন রোনালদো সেই আশাতেই বসে ছিল সমর্থকরা, কিন্তু শেষ মুহুর্তে নিজে গোলের জন্য শট না নিয়ে সতীর্থ ব্রুনোকে বল বাড়িয়ে দেন রোনালদো। ফাঁকা পোস্টে বল জালে প্রবেশ করাতে ভুল করেননি ব্রুনো।

এই দাপুটে জয়ের পর নিজেদের গ্রুপে শীর্ষেই আছে পর্তুগাল, দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়ে তাদের পয়েন্ট ৬। শেষ যোলোতে জায়গা নিশ্চিতই বলা যায় তাদের।

এ সম্পর্কিত আরও খবর