হতাশা দিয়ে কোপা মিশন শুরু ব্রাজিলের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-25 14:04:39

শক্তিমত্তা কিংবা খেলোয়াড়দের মান, সবদিকেই কোস্টারিকার চেয়ে ঢের এগিয়ে ব্রাজিল। জয়টা তাই কাম্যই ছিল ব্রাজিলের জন্য। কিন্তু ৭৪ শতাংশ বলের দখল রেখে মাঠে আধিপত্য বিস্তার করেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো সেলেসাওদের।

এদিন শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। একের পর এক আক্রমণ এবং গোলের উদ্দেশ্যে শট চালিয়ে রীতিমত দিশেহারা করে তোলে কোস্টারিকার ডিফেন্স লাইন ও গোলরক্ষককে। মোট ১৯টি শট তারা চালিয়েছে গোলের উদ্দেশ্যে, যেখানে একবারও লক্ষ্যভেদ হয়নি।

ম্যাচের সময় তখন ৩০ মিনিট চলছে, গোল পান ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনোস। উদযাপনও করে ফেলেছেন দলের সঙ্গে। কিন্তু ভিএরআর দেখে বাতিল হয় সে গোল। মাঠেই ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলের খেলোয়াড়রা।

এরপর বাকি ম্যাচ জুড়ে আক্রমণের ধার মজবুত রাখেন ভিনিসিয়ুস-রদ্রিগো-রাফিনিয়ারা। কিন্তু একবারও জালে বল জড়াতে পারেননি তারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

ডি-গ্রুপের পয়েন্ট টেবিল অনুযায়ী এখন দুইয়ে আছে ব্রাজিল, তাদের পয়েন্ট ১। ৩ পয়েন্টের সঙ্গে শীর্ষে আছে কলম্বিয়া।

এ সম্পর্কিত আরও খবর