শেষ আটে উঠে মুসিয়ালাকে প্রশংসায় ভাসালেন জার্মান কোচ 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-30 13:34:06

ঘরের মাঠে ইউরোর এবারে আসরে দারুণ ছন্দে আছে জার্মানি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠে নক-আউটেও সেই দাপট ধরে রেখেছে জার্মানরা। গত রাতের শেষ ষোলোতে ডেনমার্ককে ২-০ ব্যবধানে হারিয়ে স্বাগতিকরা উঠে গেছে কোয়ার্টার-ফাইনালে। 

আসরে এখন পর্যন্ত অপরাজিত যাত্রা ধরে রেখেছে ইউলিয়ান নাগলসম্যানের দল। কেবল গ্রুপপর্বে সুইসদের সঙ্গে ১-১ ব্যবধানের ড্রয়ে ম্যাচ শেষ করে জার্মানি। এছাড়া শেষ ষোলোর ম্যাচ মিলিয়ে বাকি তিনটিতেই দাপটের সঙ্গেই জিতেছে তারা। এবং সেই তিন ম্যাচেই গোল পেয়েছে তাদের তরুণ তারকা জামাল মুসিয়ালা। তিন ম্যাচে ৩টি গোল করেছেন ২১ বছর বয়সী এই তরুণ। এতেই বায়ার্ন মিউনিখের এই তরুণ তারকার জাদুতে বেশ মুগ্ধ জার্মান কোচ নাগলসম্যান। ম্যাচ শেষে তাই আলাদাভাবেই মুসিয়ালাকে প্রশংসায় ভাসালেন তিনি। 

স্কটল্যান্ডের পর হাঙ্গেরি এবং শেষ ষোলোতে ডেনমার্ক, তিন দলের বিপক্ষেই একটি করে গোল করেছেন মুসিয়ালা। এছাড়া প্লে-মেকিংয়েও দারুণ কার্যকরী তিনি। সব মিলিয়ে ম্যাচ শেষে তাকে নিয়ে নাগলসম্যান বলেন, ‘আমি চাই জামাল মুসিয়ালা এই জাদুতেই খেলতে থাকুক। যেমন সে জার্মানি বা ইংল্যান্ডের যেকোনো জায়গায় ছোট মাঠগুলোতে খেলেছে...এটা কোনো ব্যাপারই না।’ 

মুসিয়ালার জন্য বিষয়গুলো সহজ করে দিতে চান নাগলসম্যান। এগোতে বললেন নির্ভয়ে। ‘তাকে এমনভাবে খেলতে হবে যেন তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছে। চাপের কথা ভাবার দরকার নেই। ফুটবলে সে দারুণ মেধাবী।’ 

এ সম্পর্কিত আরও খবর