দ্বিতীয় দফায় দক্ষিণ কোরিয়ার কোচ হলেন হং 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-08 14:54:20

২০১৩ সালে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ হয়ে আসেন দেশটির সাবেক ফুটবলার হং মায়ুং-বো। তবে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল আসরে গ্রুপপর্বে বিদায়ের পর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে এক দশক আবারও তার হাতে জাতীয় দলের দায়িত্ব দিল কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)। 

ইয়নহাপ নিউজ এজেন্সির সূত্রমতে, জাতীয় দলের সঙ্গে আগামী ২০২৭ এশিয়ান কাপ পর্যন্ত চুক্তি সেরেছেন হং।

এর আগে প্রথম দফায় ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত ১৯ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ডাগআউটে ছিলেন হং। ২০১৪ বিশ্বকাপের গ্রুপপর্বে তিনটি ম্যাচের দুটি হার এবং একটি ড্র করে বিদায় নিয়েছিল এশিয়ার দলটি। আর এতেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন হং। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়ুর্গেন ক্লিনসম্যানকে বরখাস্তের পর পাঁচ মাস প্রধান কোচ ছাড়াই ছিল জাতীয় দলটি। অবশেষে ফুরাল সেই অপেক্ষা। হং-য়ের হাতে প্রাথমিক দায়িত্ব হিসেবে থামবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে দলকে নিয়ে যাওয়া। ইতিমধ্যেই বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে উঠে গেছে তারা। 

এ সম্পর্কিত আরও খবর