ভারতের মাটিতে সিরিজ জিততে চায় বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

টেস্ট সিরিজে দারুণ শুরুর পরও বাংলাদেশ সেটা ধরে রাখতে পারেনি। কাল সন্ধ্যায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। গোয়ালিয়রে এই ম্যাচের পর আরও দুটো ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ থেকে জয় নিয়েই ফিরতে চায় বাংলাদেশ, বিষয়টা জানালেন তাওহীদ হৃদয়।

এই সিরিজে দল একটা বড় পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান নেই আর দলে। তবে এরপরও দলের অবস্থা বেশ ভালোই, জানালেন তাওহীদ। তিনি বলেন, ‘দল অনেক ভালো আছে। আমরা যদি আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোনো জায়গায় অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না।’

বিজ্ঞাপন

প্রতিপক্ষ ভারতও অবশ্য চিরচেনা ভারত নয়। রোহিত শর্মা-বিরাট কোহলিরা নেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই। এবার এই সিরিজে ভবিষ্যত সূচির কথা ভেবে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্তদেরও বিশ্রাম দিয়েছে বিসিসিআই। ফলে প্রতিপক্ষও খানিকটা খর্বশক্তিরই বৈকি!

তবে তাওহীদ জানালেন, সে বিষয়ে ভাবনা নেই দলের। তাদের মনোযোগ নিজেদের ওপরই। তিনি বলেন, ‘ওভাবে আমরা চিন্তা করি না। আমরা যখন মাঠের ক্রিকেটে খেলি, তখন খেলোয়াড় কে আছে, কে নাই ওভাবে মাথা কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকেই মনোযোগটা রাখি। আমাদের প্রক্রিয়াই মেনে চলার চেষ্টা করি।’

বিজ্ঞাপন

গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এটাই প্রথম ম্যাচ। এই ম্যাচে কেমন উইকেট মিলবে, সে নিয়েও খানিকটা ধোঁয়াশায় বাংলাদেশ। তবে পিচ দেখে একটা ভাবনা আছে দলে, আর তা হলো এটা হবে ধীরগতির, লো স্কোরিং উইকেট। 

তাওহীদের কথা, ‘টি-টোয়েন্টি তো রানের খেলা, এখানে সবাই রান চায়। এটা নতুন ভেন্যু, এখানে আর খেলা হয়নি, আমরা জানি না এখানে কতোটুকু কী হতে পারে, আমার মনে হয় এখানে খেলা শুরু হলেই বুঝতে পারব কেমন উইকেট। এখানের উইকেট দেখে লো স্লো উইকেট বলে মনে হয়েছে, এ ধরনের উইকেটে বড় রান খুব কম হয়। আইপিএলও এখানে হয়নি, দেখা যাক এখানে কী হয়।’

তবে সবকথার শেষ কথা, দল এই সিরিজ থেকে কী চায়? তাওহীদ পরিষ্কার জানিয়ে দিলেন, দল জেতার জন্যই নামবে মাঠে। তিনি বলেন, ‘জেতার জন্যই খেলব। আমাদের অবশ্য লক্ষ্য আছে, যেন আমরা সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি।’