এশিয়া কাপে বাংলাদেশকে সেমিতে দেখছেন জাহানারা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-12 16:30:08

চলতি মাসের ১৯ তারিখ পর্দা উঠছে নারী এশিয়া কাপ আসরের। শ্রীলঙ্কার মাটিতে হবে এবারের এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে উদ্দেশ্য করে বর্তমানে কঠোর অনুশীলন করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দললের খেলোয়াড়রা। নিজেদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। নিজেদের সেরাটা দিয়ে এবার ভালো কিছুই অর্জন করতে চান জ্যোতি-মারুফা-জাহানারারা।

আজ (শুক্রবার) বিসিবি থেকে প্রকাশিত হয়েছে অভিজ্ঞ পেসার জাহানারা আলমের একক সাক্ষাৎকার। যেখানে তিনি কথা বলেছেন আসন্ন এশিয়া কাপ এবং ঘরের মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে নিজেদের প্রস্তুতি নিয়ে।

বাংলাদেশ দলকে এবার সেমির মঞ্চে দেখছেন জাহানারা। তিনি বলেন, ‘আমাদের প্রথম টার্গেট খুব ভালোভাবে সেমিফাইনাল পর্যন্ত খেলা। যদি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ পড়তে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু সহজ হবে। আমরা চেষ্টা করবো আমাদের সুখস্মৃতিতে ব্যাক করার জন্য যেটা আমরা ২০১৮ সালে করেছিলাম।’

এছাড়াও নিজের ফিটনেস নিয়ে সচেতন জাহানারা বলেছেন, ‘আমি সবসময় ফিটনেস ফ্রিক। আমি নয় বছর বয়স থেকে খেলাধুলা করি। আমি যেহেতু একজন পেস বোলার এবং ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত আমি চেষ্টা করেছি একই পেস মেইন্টেইন করার জন্য। আমি খুশি যে আমার পেসটা ইনক্রিস হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর