ট্রেন্ট ব্রিজ টেস্টে অ্যান্ডারসনের বদলি মার্ক উড

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-13 16:57:14

লর্ডস টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে চলমান সিরিজে দ্বিতীয় টেস্টের জন্য তাই জিমির বদলে মার্ক উডকে দলে নিল ইংল্যান্ড। 

সিরিজটিতে জিমির বদলে একজন মূল পেসারকে নিতেই এমন সিদ্ধান্ত দেশটির ক্রিকেট বোর্ড, ইসিবির। 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিল উড। এতেই তাকে রাখা হয়নি লর্ডস টেস্টে। উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের এই টেস্ট সিরিজের দল ঘোষণার সময় তাদের বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছিলেন, ‘আপনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বেরিয়ে আসার পর খুব দ্রুত টেস্ট ক্রিকেটে চলে যাবেন... এমন একটি সময় আছে যখন আপনি কাউকে এভাবে টেস্ট ম্যাচে ঠেলে দিতে পারবেন না।’ 

এতেই উডকে লর্ডস টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে ঠিক এমনটা বলতে নারাজ রব কি। তবে তখনই জানিয়েছিলেন উডকে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য বিবেচনায় রাখা হয়েছে। এবং শেষ পর্যন্ত ট্রেন্ট ব্রিজ টেস্টেই ডাক পেলেন ৩৪ বছর বয়সী এই ডানহাতি পেসার। 

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। ট্রেন্ট ব্রিজ টেস্টটি শুরু হবে আগামী ১৮ জুলাই। পরে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ২৬ জুলাই, এজবাস্টনে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের দল: বেন স্টোকস (অধিনায়ক), গাস আটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ডন লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড। 

এ সম্পর্কিত আরও খবর