সামান্য বৃষ্টিতেই সাতক্ষীরা শহরে জলাবদ্ধতা, এটা আর নতুন কিছু নয়। জলাবদ্ধতা দেখে মাঝে মাঝে মনে হয়, কেন এক সাগর পাড়ে আছি! মনে হবে, চলে এসেছি, চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ সাতক্ষীরা শাখায়!
সাতক্ষীরার অন্যতম প্রধান সড়ক সাতক্ষীরা সরকারি কলেজ রোডে প্রতিদিন লক্ষাধিক মানুষের চলাচল। কিন্তু বৃষ্টি শুরু হলেই যেন রাস্তা আর সাগরের মধ্যে তফাৎ পাওয়া যায় না। পাশে ড্রেনের কালো, দুর্গন্ধযুক্ত পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে রাস্তার পাশে ঢেউ খেলছে।
‘সরকারি কলেজ রোড যেন চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচের একটি শাখা এবং কলেজ রোডে আসার আগে হাফপ্যান্ট পরে বের হইয়েন’- এমন একটি মন্তব্য করে ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন এক শিক্ষার্থী সাকিবুল হাসান সাকিব। পোস্টটিতে বিভিন্ন মানুষ একে একে তাদের মন্তব্য জানাতে থাকেন।
একজন মন্তব্য করেন- ‘এমন রাস্তা আর ওয়েদার দেখে সত্যি মন জুড়িয়ে যায়’! এছাড়া রাস্তাটি নিয়ে হাস্য ও ব্যাঙ্গাত্মক কিছু মন্তব্যও চোখে পড়ে।
এদিকে, সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। হাল্কা বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এটা এখন আর নতুন কিছু নয়। মুষলধারে বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায়। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। এতে চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়ছেন পৌরবাসী।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়।
সরেজমিন সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। অনেকের বাড়ির উঠানেও জমেছে পানি।
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠসংলগ্ন এলাকার আলামিন বলেন, বৃষ্টিতে কলেজ মাঠসহ কলেজ-পুরাতন সাতক্ষীরা সড়ক তলিয়ে গেছে। একে তো সড়কটি চলাচলের অযোগ্য, তার ওপর বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন মানুষজন। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থা যে, চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকারও হতে পারেন। নর্দমার পানি এত নোংরা যে, পানি মাড়িয়ে রাস্তা পার হলে পায়ে চুলকানি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে।
কাটিয়ার নাহিদ হাসান লিটু জানান, তাদের এলাকাতেও পানি জমে গেছে। ড্রেন বন্ধ হয়ে আছে। নিষ্কাশনের কোনো পথ নেই। রাস্তার ওপর পানি জমেছে। প্রতিবছরই এই অবস্থার সৃষ্টি হয়। পৌর কর্তৃপক্ষের যেন কোনো দায় নেই!
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সাতক্ষীরা পৌরসভায় কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনিতেই পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা। তার ওপর বর্ষা মৌসুমে পানি জমে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষ নির্বিকার!
এ ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ হাসান বলেন, পৌরসভায় বড় কোনো বরাদ্দ পাওয়া যায় না। সামান্য যে বরাদ্দ আসে এবং পৌরসভার নিজস্ব কিছু আয় থেকে মাঝে-মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ড্রেন সংস্কার করা হচ্ছে। তবে সাড়ে ৩ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। শিগগিরই সড়কের কাজ এবং ড্রেনেজ কাজ শুরু হবে।
সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাতক্ষীরায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।