আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব: দরিভাল

ফুটবল, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-09-10 14:37:30

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই বাজে সময় কাটাচ্ছে ব্রাজিল। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও সেই প্রভাব স্পষ্ট। যদিও নিজেদের সবশেষ ম্যাচে ইকুয়েডরকে তারা হারিয়েছে ১-০ গোলে। এবার দলটির কোচ দরিভাল জুনিয়র জানালেন, শীঘ্রই বাজে সময় কাটিয়ে আবারও নিজেদের পুরোনো রুপে ফিরবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমনকি তার বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে তার দল! 

বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে ব্রাজিল আছে চতুর্থ স্থানে। তবে এই অবস্থানে থেকে এবং দলের সার্বিক আশানুরূপ ভালো পারফরম্যান্স না থাকলেও আশাবাদী দরিভাল, ‘বিশ্বাস করুন, আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব। এ নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই। সেটা যদি না হয়, তখন না হয় এসে আমাকে ধরবেন।’

দরিভালের বিশ্বাস, তার দল উন্নতি করছে, ‘নিজেদের সেরা সমন্বয়টা খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি আমরা। ইতোমধ্যেই আমরা বল ফিরে পাওয়ার বিষয়ে ভালো করে যাচ্ছি। প্রতিপক্ষ তিনটি পাস দেওয়ার আগেই এখন আমরা বলের দখল ফিরিয়ে আনছি।’

স্কোয়াডে নেইমারের অনুপস্থিতি টের পাচ্ছে সবাই-ই। সে বিষয়ে আলাদা করে কথা বললেন ব্রাজিল কোচ, ‘প্রতিপক্ষ বক্সের কাছে আমাদের এখনও দুর্বলতা রয়ে গেছে। একজন নির্ভরযোগ্য খেলোয়াড় চাই আমাদের, যে কি না প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট করে দেবে।’

তবে সব দিক থেকে উন্নতির জন্য কিছুটা সময় প্রয়োজন। দলকে গুছিয়ে নিতে কিছু সময় তো লাগবেই, এমনটা জানালেন দরিভাল নিজেই- ‘আমাদের উন্নতিটা তো আর রাতারাতি হয়ে যাবে না! একটু সময় লাগবে, তবে আমরা দ্রুতই স্বরূপে ফিরতে পারব।’

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। জয় তুলে নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।

এ সম্পর্কিত আরও খবর