চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন, 'আমরা আবার ম্যাচে ফিরবো, নিজের সেরাটা দিয়ে লড়বো।' আজ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে কথা রাখলেন হাসান মাহমুদ। সকালে তিনি এবং তাসকিন আহমেদ বল হাতে ঝড় তুলে ভারতকে অলআউট করলেন ৩৭৬ রানে।
যশপ্রীত বুমরাকে তৃতীয় স্লিপে জাকির হাসানের ক্যাচ বানিয়ে সকালেই নিজের পঞ্চম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এই উইকেট অর্জন তাকে নিয়ে গেল অনন্য এক উচ্চতায়। ভারতে টেস্টে ৫ উইকেট শিকারি বাংলাদেশের প্রথম বোলার তিনি। টানা দুই টেস্টে ৫ উইকেট শিকারি বাংলাদেশের দ্বিতীয় পেসার তিনি।
এর আগে ভারতে এর আগে খেলা ৩ টেস্টে বাংলাদেশের কোনো স্পিনারও ইনিংসে পাঁচ উইকেট নিতে পারেননি। এবার পেসার হাসান গড়লেন ইতিহাস।
২৪ বছর বয়সী হাসানের এই কীর্তি অবশ্য বাংলাদেশ-ভারত লড়াইয়েই আটকে নেই। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় পেসার তিনি। গত চার বছরে এই রেকর্ড আছে শুধু নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল আগের টেস্টটি খেলে পাকিস্তানে। মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার আগের কীর্তি আছে রবিউল ইসলামের। এবার এই তালিকায় যোগ হলো হাসান মাহমুদের নাম!
হাসান মাহমুদের আগে এশিয়ানদের মধ্যে ভারতের মাটিতে সর্বশেষ ৫ উইকেট তুলেছিলেন পাকিস্তানের ইয়াসির আরাফাত, ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম বোলার বাংলাদেশের এই সেনসেশন।