কাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিতের ‘প্যান্থার’
সাফটা চুক্তির আওতায় আগামীকাল (৬ সেপ্টেম্বর) বাংলাদেশের ৫৬ পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জিতের ‘প্যান্থার’ সিনেমা। বার্তাটোয়েন্টিফোর.কমকে এমন তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির আমদানীকারক প্রতিষ্ঠান তিতাস কথা চিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, ‘দেশের ৫৬ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে জিতের ‘প্যান্থার’। সোমবার এ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এই সিনেমার বিপরীতে ভারতে যাচ্ছে বাংলাদেশের ‘মিসকল’।হল লিস্ট আজ সন্ধ্যায় প্রকাশ করা হবে।’
আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিতের ‘প্যান্থার’ ও জয়ার ‘বিনিসুতোয়’
প্যান্থার’ জিতের ক্যারিয়ারের ৫০তম সিনেমা। এটি প্রযোজনা করেছে জিৎ ফিল্ম ওয়ার্ক। পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। এতে জিতের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা দাস।
গত ১৫ আগস্ট কলকাতায় মুক্তি পায় ‘প্যান্থার’।জিৎ ও শ্রদ্ধা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায় সৌরভ চক্রবর্তীসহ অনেকে।