বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

রাজত্ব ফিরে পেলেন মা ফ্রেজার-প্রাইস

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণপদক জিতে ছেলে জয়নকে নিয়ে মা ফ্রেজার-প্রাইসের উদযাপন, ছবি: সংগৃহীত

স্বর্ণপদক জিতে ছেলে জয়নকে নিয়ে মা ফ্রেজার-প্রাইসের উদযাপন, ছবি: সংগৃহীত

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। ইভেন্টটিতে এটি তার রেকর্ড চতুর্থ স্বর্ণপদক।

দোহায় ট্র্যাক এন্ড ফিল্ডের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টটিতে চ্যাম্পিয়ন হতে জ্যামাইকার ৩২ বছরের ফ্রেজার প্রাইস সময় নেন ১০.৭১ সেকেন্ড। এটি তার অষ্টম বৈশ্বিক স্বর্ণপদক।

বিজ্ঞাপন

ছেলে সন্তানের মা হওয়ায় ২০১৭ আসরে অংশ নিতে পারেননি ফ্রেজার প্রাইস। তবে এবার ফিরেই হারানো রাজত্ব পুনরুদ্ধার করলেন এ স্প্রিন্ট রানী।

দিনা অ্যাশার-স্মিথ ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ৩৬ বছরের মধ্যে প্রথম কোনো ব্রিটিশ নারী বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রিন্টে ব্যক্তিগত মেডেল জিতলেন। সঙ্গে টাইমিংয়ে নতুন ব্রিটিশ রেকর্ড গড়েছেন অ্যাশার-স্মিথ।

বিজ্ঞাপন

২৩ বছরের ব্রিটিশ কন্যা অ্যাশার-স্মিথের এটিই প্রথম ১০০ মিটার বৈশ্বিক আউটডোর মেডেল।

আর আইভরি কোস্টের মেরি-জোসি তা লো ১০.৯০ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়েছেন।