প্রধান বিচারপতির এজলাসে টাঙানো হলো বঙ্গবন্ধুর ছবি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধান বিচারপতির এজলাসে টাঙানো হলো বঙ্গবন্ধুর ছবি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রধান বিচারপতির এজলাসে টাঙানো হলো বঙ্গবন্ধুর ছবি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো হয়েছে। এ আদালত কক্ষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচার কাজ চলে।

মঙ্গলবার (১ অক্টোবর) প্রতিকৃতি টাঙানোর সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া, হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানী ও সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গত ২৯ আগস্ট একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট দেশের সকল আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন।

এরপর গত ২৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল হাসান স্বাক্ষরিত আদেশে সারাদেশের অধস্তন আদালত কক্ষ বা এজলাসে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণ করতে বলা হয়।

বিজ্ঞাপন