রাজধানীতে বৃষ্টিতেই কেনো সৃষ্টি হয় জলাবদ্ধতা!

  • ফোটোস্টোরি সুমন শেখ, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে রাস্তায় স্তূপ অবস্তায় থাকা ময়লা, ছবি: সুমন শেখ

বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে রাস্তায় স্তূপ অবস্তায় থাকা ময়লা, ছবি: সুমন শেখ

প্রায় ঘণ্টা খানেক মুষল ধারে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহল্লার পথঘাট।

আর এই জলাবদ্ধতাকে ঘিরেই মারাত্মক দুর্ভোগে পড়তে হয় সাধারণ পথচারীদের।

বিজ্ঞাপন

বৃষ্টি হলে নগরীতে যে পানি জমে থাকে সেটা নিষ্কাশনের জন্য রাজধানীতে যেই সব খালগুলো রয়েছে সেইসব খালগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

ঢাকা দক্ষিন সিটি করপরেশন আওতাধীন খালের মধ্যে খিলাগাঁও, বাসাবো, মাদারটেক, নন্দীপাড়া, মান্ডা এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায় যে তিরতির করে বয়ে চলা খালগুলোর বেশির ভাগ অংশে জমে থাকা ময়লার কারণে পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে।

বিজ্ঞাপন

মান্ডা জিরানী খালের অবস্থা দেখলে মনে হবে যেন এখানে ক্ষেত করা হয়েছে। দীর্ঘদিন এভাবে পড়ে থাকার কারণে এলাকাবাসীদের ময়লা ও বড় বড় ঘাসে ঢেকে গেছে মান্ডা খালের অস্তিত্ব।

রাজধানীর খিলগাঁও-বাসাবো খালের অস্তিত্ব বেশ হুমকির মুখে। খালটি খিলগাঁওয়ের ভেতর দিয়ে বাসাবো হয়ে মান্ডা খালে গিয়ে মিশেছে।

বেশির ভাগ সময় দেখা যায় খালগুলোর পাশে ভাঙ্গারি দোকান, চায়ের দোকান ও ঘনবসতি হওয়ার কারণে যত্রতত্র ময়লা সব খালেই ফেলা হয়। যার কারণে ব্যাহত হচ্ছে খালের নিজস্ব গতি, তাই কিছুক্ষণের বৃষ্টিতেই রাজধানীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।