পূজামণ্ডপে ‘কাভি খুশি কাভি গাম’ পুনর্মিলন
করণ জোহর পরিচালিত ও যশরাজ ফিল্ম প্রযোজিত ‘কাভি খুশি কাভি গাম’ ছবিটি দেখেননি এমন মানুষ খুব কমই আছে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন-জয়া বচ্চন দম্পতি, শাহরুখ খান, রানি মুখার্জি, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর খান। বক্স অফিসে সুপার-ডুপার হিটও হয়েছিল ছবিটি।
T 3010 - .. and the Durga Pooja at old friends and new friends .. and a feel of the divinity of the day and the days to come .. pic.twitter.com/LrXe8SmRnc
বিজ্ঞাপন— Amitabh Bachchan (@SrBachchan) October 6, 2019
মজার বিষয় হলো- এবারের দুর্গাপূজায় মুখার্জি বাড়ির মণ্ডপে একসঙ্গে দেখা গেল অমিতাভ বচ্চন-জয়া বচ্চন দম্পতি, কাজল ও রানি মুখার্জিকে। তাই বলাই যায়, এটি ছিল ‘কাভি খুশি কাভি গাম’ পুনর্মিলন। তাদের সঙ্গে দেখা গেছে রানি-কাজলের কাজিন পরিচালক অয়ন মুখার্জিকে।
এরইমধ্যে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কাজল ও অমিতাভ বচ্চন। যেখানে দেখা যাচ্ছে, অষ্টমীর দিন কাজল সেজেছিলেন হলুদ শাড়িতে। রানি পরেছিলেন লাল শাড়ি। অয়নের পরনে ছিল লাল পঞ্জাবি। অমিতাভ-জয়া দম্পতি সেজেছিলেন সাদা পোশাকে।
এদিকে, বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে যে রানি মুখার্জি ও কাজলের মধ্যকার সম্পর্ক মোটেও ভালো নয়। কিন্তু অষ্টমীর দিন তেমনটা মোটেও চোখে পড়েনি। বরং বলিউডের এই দুই তারকা খুনসুটিতে মাতিয়ে রেখেছিলেন উৎসবটি।