আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে মৌন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) এর সামনে থেকে শুরু হয়ে কলাভবন এবং টিএসসি ঘুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। মৌন মিছিলে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী মুখে কালো ফিতা বেঁধে আবরার হত্যার প্রতিবাদ জানায়।
আরও পড়ুন: ভিসির অপসারণসহ বুয়েট অ্যালামনাইদের সাত দাবি
এ সময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদে থাকবে, শান্তিতে পড়াশোনা করবে এবং তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম আবরারকে যেভাবে হত্যা করা হলো, তাতেই বুঝা যায় বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিস্থিতি নেই। যতক্ষণ পর্যন্ত না বুয়েটের ভিসি পদত্যাগ করবে, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হবে।
আবরার হত্যায় ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, এরপরও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কাজ করছে ছাত্রদল। ছাত্রলীগের এমন অভিযোগের বিষয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, যারা আসামি তারা অনেকেই এখনও গ্রেফতার হয়নি। এর মধ্যে অমিত সাহা একজন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, অতীতে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস থাকলেও বর্তমানে সময়ে তারা দানবীয় রূপ লাভ করেছে, তারা অশরীরী শক্তিতে রূপান্তরিত হয়েছে। খুব শিগগিরই সরকারি দানবীয় সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আমরা আরো জোরালো আন্দোলন নিয়ে মাঠে নামব।
আরও পড়ুন: আবরার হত্যা: শিক্ষার্থীদের প্রকাশিত ভিডিও ফুটেজে যা দেখা গেল
‘ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল বুয়েট ক্যাম্পাস