এবার বাগদান ভাঙলো নায়িকা জলির?
শোবিজে সংসার ভাঙ্গা গড়ার খবর কিছুদিন পর পরই শোনা যায়। কিন্তু ইদানীং বাগদান ভাঙ্গার খবরে নায়িকাদের সংবাদের শিরোনাম হতে দেখা যাচ্ছে।
চিত্রনায়িকা পরীমনির পর এবার বাগদান ভেঙ্গেছে চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলির। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের কাছে নিজের বাগদান ভাঙ্গার কথা স্বীকার করেছেন এই অভিনেত্রী।
বাগদান ভাঙ্গার কথা স্বীকার করে জলি সেই গণমাধ্যমকে জানিয়েছেন,আমাদের এখন আর সম্পর্ক নেই। বাগদানের মাস খানেক পর থেকে এই অবস্থা। আমিই সম্পর্ক রাখিনি। আমার সঙ্গে ওর (আরাফাত রহমান) এখন আর কোনো যোগাযোগ নেই।
তবে কি কারণে এমন সিদ্ধান্ত তা নিয়ে সেই গণমাধ্যমে কোন মন্তব্য করতে রাজি হয়নি এই অভিনেত্রী। তবে এরপর একাধিক গণমাধ্যমের কাছে এই বাগদান ভাঙ্গার খবরের কথা অস্কীকার করেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, কোনো সম্পর্কই একতালে চলে না। উত্থান পতন থাকে। তার মানে এই না যে সম্পর্ক শেষ। এটা নিতান্তই ভিত্তিহীন একটি খবর। যারা ছড়াচ্ছেন তারা ব্যক্তি আক্রোশ থেকে এই কাজটি করে থাকবেন হয়তো। বিয়ে ভাঙার বিষয়ে আমি কারো সঙ্গে কোনো কথা বলিনি।
চলতি বছরের ১৬ মে দীর্ঘ দিনের প্রেমিক ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে গুলশানের নিকেতনের নিজের বাসার দুই পরিবারের সদস্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন করেন জলি।
ফাল্গুনি রহমান জলি ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় অভিনয় করেছেন। আর মুক্তির অপেক্ষায় আছে ‘ডেঞ্জার জোন’ নামের একটি সিনেমা।