রুটিন চেক আপের জন্য হাসপাতালে অমিতাভ
লিভারজনিত সমস্যা নিয়ে গত ১৫ অক্টোবর রাত ২টার দিকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু এই খরবটি জানাজানি হয় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে।
এদিকে, প্রিয় তারকার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলেন তার ভক্তরা। তার শারীরিক অবস্থা বর্তমানে কেমন সেটি জানার অপেক্ষায় ছিলেন সকলে।
তবে জানা গেছে- ভয়ের কোন কারণ নেই। সুস্থ আছেন বিগ বি। শুধুমাত্র রুটিন চেকআপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৭৭ বছর বয়সী এই অভিনেতা হেপাটাইটিস বি রোগী। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হওয়ার পর এই রোগ ধরা পড়ে তার শরীরে। তখন এক ব্যক্তির রক্ত নিতে হয়েছিল তাকে। ওই রক্তই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ব্লগে অমিতাভ অকপটে জানিয়েছিলেন, ৭৫ শতাংশ অকেজো লিভার নিয়ে বেঁচে আছেন!
অমিতাভের হাতে এখন বেশ কয়েকটি ছবি আছে। এগুলো হলো অয়ন মুখার্জির ‘ব্রক্ষাস্ত্র’, নাগরাজ মানজুলের ‘ঝুন্ড’ ও সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’।