প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল কোহলিরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রোটিয়াদের শেষ দুই উইকেট নেওয়া শাহবাজ নাদীমকে সতীর্থদের অভিনন্দন, ছবি সংগৃহীত

প্রোটিয়াদের শেষ দুই উইকেট নেওয়া শাহবাজ নাদীমকে সতীর্থদের অভিনন্দন, ছবি সংগৃহীত

জয়ের সুবাস নিয়েই তৃতীয় শেষ করে ছিল ভারত। মঙ্গল সকালেই তারা সারল বাকি আনুষ্ঠানিকতাটুকু। সুবাদে রাঁচি টেস্টেও বড় ব্যবধানে জিতল স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ২০২ রানে হারাল বিরাট কোহলির দল। সুবাদে তিন ম্যাচের সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হলো প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব চেয়ে বড় ব্যবধানের জয়ও এসে ধরা দিল এদিন ভারতীয়দের হাতে।  

ম্যাচ সেরা ও সিরিজ সেরা রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি ও আজিঙ্কা রাহানের শতকের ওপর ভর করে ৯ উইকেটে ৪৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে ফলোনে পড়ে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৩৩ রানে।  

আট উইকেটে ১৩২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুই ওভারের বেশি খেলতে পারেনি তারা। ৪৮তম ওভারের শেষ দুই বলে শাহবাজ নাদীম প্রোটিয়াদের শেষ দুটি উইকেট তুলে নিলে ভারত জয়ের বন্দরে পৌঁছে যায়।    

বিজ্ঞাপন

 

বিস্তারিত আসছে....

বিজ্ঞাপন