Alexa

ক্রাইস্টচার্চে হামলায় ৩ বাংলাদেশি নিহত

ক্রাইস্টচার্চে হামলায় ৩ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত এই ঘটনায় ৪৯ জন নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছে এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার শফিকুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশিদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ (নিউজিল্যান্ড সময় অনুযায়ী) এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কতজন আহত হয়েছে সেটা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাইক বুশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়েছেন। একইসাথে মসজিদের বাইরে মানুষ পড়ে আছে এবং তাদের রক্ত বের হতে দেখেছেন।

আপনার মতামত লিখুন :