দাবা খেলাটাই ছিল তার জীবন। চলতি শতকে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার ছিলেন জিয়াউর রহমান। তার জীবনাবসানও হয়েছিল এই দাবার বোর্ডেই। গত ৫ জুলাই দাবা খেলতে খেলতেই লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া।
তার বয়স ছিল মোটে ৫২। তার অকস্মাৎ মৃত্যু কেউই মেনে নিতে পারেননি। তার পরিবার এর মাসুল দিচ্ছে সবচেয়ে বেশি। স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য ও ছেলে তাহসিন তাজওয়ার জিয়া তাকে হারিয়ে পড়েছেন অকূল পাথারে।
জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ দাবা ফেডারেশন আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল তার পরিবারকে। তবে সেটা এখনও হয়নি। বিষয়টা সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লাবণ্য। বলেছেন, ‘ফেডারেশন তারপর যারা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারা কমিটমেন্ট দিয়েছিলেন জিয়ার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার, সেটা এখন পর্যন্ত হয়নি।’
নিখাদ দাবার মানুষ ছিলেন জিয়া। তার বাইরে আর্থিক স্বচ্ছলতার দিকে নজর দেননি। তার মৃত্যুর পর তাই বিপাকে পড়েছে তার পরিবার। তাহসিন তাজওয়ার জিয়ার স্কুলের বেতনও ৪ মাস ধরে দিতে পারছেন না মা লাবণ্য। বললেন, ‘আমার ছেলেকে নিয়েই এখন চলতে হবে। সামনে তার এ টু পরীক্ষা। এখনও তার চার মাসের বেতন বাকি পড়ে আছে।’
এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করলেন লাবণ্য। বললেন, ‘প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা মহোদয় শুনেছি দাবা পছন্দ করেন। আমি বলেছিলাম তাদেরকে (ফেডারেশনকে) যেন তাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেয়।’
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামীকাল সকালে নামবে ভেনেজুয়েলার বিপক্ষে। ম্যাচটার আগে সেলেসাওরা রীতিমতো চোটে জেরবার। নেইমারকে কোচ দরিভাল জুনিয়র স্কোয়াডেই রাখেননি।
যাদের রেখেছিলেন, সে রদ্রিগো গোয়েজ আর এডার মিলিতাও ছিটকে গেছেন স্কোয়াড থেকে। রদ্রিগো নেই এক মাসের জন্য, আর মিলিতাওয়ের ফিরতে ফিরতে লেগে যাবে চলতি ইউরোপীয় মৌসুমের শেষ পর্যন্ত। তবে কোচ দরিভাল জুনিয়র জানালেন রদ্রিগোর জায়গা পূরণ নিয়ে তার সমস্যা নেই, ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে সে জায়গাটা পূরণের ভাবনা মাথায় রেখেছেন তিনি।
গেল অক্টোবরের উইন্ডোয় ভিনিকে চোটের কারণে পায়নি ব্রাজিল। তবে ঘাড়ের সে চোট থেকে ভিনি সুস্থ হয়ে রিয়ালের হয়ে খেলেছেন, সবশেষ ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। সেই তাকে শুরুর একাদশে খেলাবেন কোচ দরিভাল।
তবে তাকে ভাবাচ্ছে মিলিতাওয়ের চোট। দরিভাল বলেন, ‘আমি মনে করি আমাদের শেষ কিছু দিনে বেশ জটিল পরিস্থিতি যাচ্ছে চোট নিয়ে। একটার পর একটা খেলোয়াড়কে চোটের জন্য হারাতে হচ্ছে, এখন যেমন মিলিতাওকেও হারাতে হলো!’
এখানেই শেষ নয়। মিডফিল্ডার আন্দ্রে আর লেফটব্যাক গিলের্মে আরানইয়াও চোট পেয়ে বসেছেন। তাদের আগামী ম্যাচে পাচ্ছে না সেলেসাওরা।
তিনি বলেন, ‘ভেনেজুয়েলা ম্যাচের পর একটা বড় পরীক্ষা হবে, তারপর আমরা প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনব। তবে এখন আমাদের সামনে যে চোটগুলো আছে, সেসব সামলানো নিয়ে ভাবতে হবে।’
মেয়েদের বিগ ব্যাশ লিগ
সিডনি সিক্সার্স–ব্রিসবেন হিট
সকাল ১০–৩০ মিনিট ,স্টার স্পোর্টস সিলেক্ট ১
১ম টি–টোয়েন্টি
অস্ট্রেলিয়া–পাকিস্তান
দুপুর ২টা ,স্টার স্পোর্টস ২ ও পিটিভি স্পোর্টস
এটিপি ফাইনালস
সিনার–মেদভেদেভ
রাত ৮–৩০ মিনিট ,সনি স্পোর্টস টেন ৫
উয়েফা নেশনস লিগ
কাজাখস্তান–অস্ট্রিয়া
রাত ৯টা ,সনি স্পোর্টস টেন ২
আর্মেনিয়া–ফ্যারো দ্বীপপুঞ্জ
রাত ১১টা ,সনি স্পোর্টস টেন ২
গ্রিস–ইংল্যান্ড
রাত ১–৪৫ মিনিট ,সনি স্পোর্টস টেন ২
বেলজিয়াম–ইতালি
রাত ১–৪৫ মিনিট ,সনি স্পোর্টস টেন ১
ফ্রান্স–ইসরায়েল
রাত ১–৪৫ মিনিট ,সনি স্পোর্টস টেন ৫
স্লোভেনিয়া–নরওয়ে
রাত ১–৪৫ মিনিট ,সনি স্পোর্টস টেন ৩
আয়ারল্যান্ড–ফিনল্যান্ড
রাত ১–৪৫ মিনিট ,সনি লিভ
আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন তিনি। এবার র্যাঙ্কিংয়েও তার ছাপ পড়েছে। ক্যারিয়ারসেরা অবস্থানে চলে এসেছেন তিনি।
সিরিজ শুরুর আগে ৩৪তম স্থানে ছিলেন তিনি। আফগান সিরিজের প্রথম ম্যাচে ৪৭ আর দ্বিতীয় ম্যাচে করেছেন ৭৬ রান। আর তাতেই তিনি ১১ ধাপ এগিয়ে এলেন তিনি। বর্তমানে তিনি আছেন ২৩তম স্থানে। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এটাই তার সেরা অবস্থান।
আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে পারফর্ম করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। খেলেছিলেন ৯৮ রানের ইনিংস। তার সুবাদে রিয়াদ এগিয়েছেন ১০ ধাপ। আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি। অবনতি হয়েছে আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে।
ওদিকে মেহেদী হাসান মিরাজ উন্নতি করেছেন বোলিংয়ে। আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর উঠে এসেছেন তিনি। তিন ম্যাচে ব্যাট হাতেও যথাক্রমে ২৮, ২২ ও ৬৬ রান করেছেন, বল হাতে ৩ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। বর্তমানে তার অবস্থান ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে।